Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলমোহনবাগানের সেরা খেলাটা খেলতে পারেনি দল, মনে করছেন কোচ হোসে মোলিনা

মোহনবাগানের সেরা খেলাটা খেলতে পারেনি দল, মনে করছেন কোচ হোসে মোলিনা

অলস্পোর্ট ডেস্ক: মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে এ বারও জিততে না পারার আফসোস ভুলতে পারছেন না মোহনবাগান কোচ হোসে মোলিনা। আইএসএলে এই মাঠে আজ পর্যন্ত কোনও ম্যাচে হোমটিম কে হারাতে পারেনি সবুজ-মেরুন বাহিনী। এ বার তারা শিল্ড চ্যাম্পিয়ন হিসেবে এই মাঠে নেমে জয় পাবে, এমনই প্রত্যাশা ছিল সমর্থকদের ও কোচের নিজেরও।

শনিবার প্রথমার্ধেই জোড়া গোল করে সেই দিকে তারা এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারেই তাদের নির্ভরযোগ্য স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিং লালকার্ড দেখা সত্ত্বেও দু’টি গোলই শোধ করে দেয় গতবারের কাপ চ্যাম্পিয়নরা। মোহনবাগানের প্রায় জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে তাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য করে। এই ফলে স্বাভাবিক ভাবেই খুশি নন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা।

শনিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২-২ ড্র করার পর তিনি বলেন, “প্রথম ৪৫ মিনিট আমরা দারুণ খেলেছি, সত্যিই ভাল। দ্বিতীয়ার্ধের শুরুটা তেমন ভাল ছিল না। লাল কার্ড দেখানোর পর, যখন আমরা একজন বেশি ছিলাম মাঠে, তখনও আমরা ভাল খেলতে পারিনি। আমরা মোহনবাগান এসজি-র মতো খেলিনি”।

টানা দশটি ম্যাচে জয়ী মোহনবাগান দলের কোচের আরও বক্তব্য, “এই মরশুমে আমরা টিমস্পিরিট ও খেলার নিজস্ব ধরন তৈরি করেছি। এর পর, যখন আমরা একজন খেলোয়াড় বেশি পেলাম, তখন আমরা আলাদা কিছু করার চেষ্টা শুরু করলাম। কিন্তু সে রকম নয়, যা এতদিন ধরে আমাদের পয়েন্ট তালিকার শীর্ষে রেখেছে এবং শিল্ড জিতিয়েছে। তাই আমরা যদি ভিন্ন কিছু করতে থাকি, তাহলে কী হতে পারে তা আমরা দেখতে পাচ্ছি”।

আসন্ন ম্যাচগুলিতে যে আর এ রকম পারফরম্যান্স চান না মোলিনা, তা স্পষ্ট জানিয়ে দেন তিনি। বলেন, “আমার কাছে বিষয়টা সহজ। আমাদের সেইভাবে খেলতে হবে যেভাবে আমরা প্রতিদিন অনুশীলন করি, যেভাবে আমরা প্রতিটি ম্যাচ খেলি। অন্যরকম কিছু করার চেষ্টা করা উচিত নয়”।

ম্যাচের প্রায় ৩৫-৪০ মিনিট দশজনে খেলা মুম্বইয়ের লড়াইয়ের প্রশংসা করে বাগান-কোচ বলেন, “একজন খেলোয়াড় বেশি থাকার পরও মুম্বই সিটি এফসি ভাল খেলল, যারা সত্যিই সংগঠিত, টেকনিকে শক্তিশালী এবং গুণগত মানসম্পন্ন। সত্যি বলতে, আমরা চাপের মধ্যে ছিলাম না। কারণ, দুটি সেট-পিস ছাড়া ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে আমরা সেট-পিসে শক্তিশালী ছিলাম, অথচ আজ দু’টো গোল সেট-পিস থেকে হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং নিজেদের খেলার ধরনেই খেলতে হবে”।

তবে তাঁর দলের ছেলেরা এই ম্যাচে রিল্যাক্সড ছিলেন, এই অভিযোগ মানতে রাজি নন কোচ। তিনি বলেন, “প্রথমার্ধে আমাদের ৪৫ মিনিট দুর্দান্ত ছিল। ভাববেন না আমরা গা-ছাড়া ভাব দেখিয়েছি। আমরা ম্যাচটা ভালভাবে শুরু করেছি, ভালভাবে খেলেছি, ভালভাবে ডিফেন্ড করেছি, আক্রমণ করেছি। দু’টো গোলও করেছি”।

তা সত্ত্বেও মুম্বইয়ের ম্যাচে ফিরে আসা নিয়ে মোলিনা বলেন, “আমরা ওদের ঘরের মাঠে খেলছিলাম এবং ওরা আরও ভাল খেলা শুরু করেছিল। হয়তো আমাদের প্রথমার্ধের মতো ভাল খেলা হয়নি, তবে তখনও ভাল ছিল। কিন্তু একজন বেশি খেলোয়াড় থাকা সত্ত্বেও আমরা ব্যবধান ধরে রাখতে পারিনি, সঠিকভাবে বল মুভ করাতে পারিনি, অনেক পাস মিস করেছি। এটা আমাদের খেলার ধরন নয়। এই ম্যাচটা আমাদের আর একবার শিক্ষা দিল এবং পরবর্তী ম্যাচগুলোতে আমরা আর এক ভুল করব না”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments