অলস্পোর্ট ডেস্ক: গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়ের সঙ্গেই বেঙ্গলুরুকে গোল পার্থক্যে পিছনে ফেলে আইএসএল ২০২৪-২৫ লিগ টেবলের শীর্ষে জায়গা করে নিয়েছিল মোহনবাগান। আর শীর্ষে থেকেই ঘরের মাঠে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। শীর্ষে উঠেই অবশ্য মোহনবাগান কোচ হোসে মোলিনা বলে দিয়েছিলেন, শীর্ষস্থান ধরে রাখা খুব কঠিন কাজ। আর শীর্ষে ওঠার পরের ম্যাচেই স্থান হারতে চাইবেন না তিনি। সেই লক্ষ্যেই চেন্নাইয়নের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। যদিও লিগ টেবলের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে চেন্নাই। সাত নম্বরের সঙ্গে একের লড়াইয়ে শুক্রবারের যুবভারতীতে কে বাজি জেতে সেটাই দেখার।
ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ হোসে মোলিনা বলেন, “চেন্নাইয়নের ফুটবলাররা চকিতে গোল করতে পারে, যা আমাদের রক্ষণভাগের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত থাকব।” এর সঙ্গে তিনি জুড়ে দেন, “মোহনবাগানের বিরুদ্ধে সব দলই অনেকবেশি মোটিভেটেড হয়েই খেলতে নামে। সেটা আমি এটিকের সময়ও দেখেছি, এখনও দেখছি। তবে আমরাও সব সময় জেতার জন্যই নামি।” তবে তিনি পেশাদারিত্বের কথা মনে করিয়ে দিয়েছে। তাঁর মতে, প্রত্যেকটি প্লেয়ার পেশাদার। তাঁরা সবাই জানে কার কী কাজ এবং কখন কী করতে হবে।
মোলিনা বলেন, “আমাদের দলেও ভাল ফুটবলার রয়েছে। তারা সবাই জানে কী ধরনে ফুটবল খেলতে হবে। আশা করছি ভাল ফুটবল উপহার দিতে পারব।” এদিকে আশিস রাই ও গ্রেগকে নিয়ে চিন্তা থাকলেও কোচ জানিয়ে দিলেন তাঁরা সুস্থ। অনুশীলনে দুজনকেই দেখা গেল। কোচ বলছেন, “আশা করছি দু’জনেই চেন্নাইয়ন ম্যাচে খেলবে।”
মোহনবাগানের সব থেকে বড় সদর্থক দিক হল এই দলের সবাই গোল করতে পারেন। দুই ম্যাচে ডিফেন্ডার শুভাশিস বোসকেও গোল করতে দেখা গেয়েছে। ফরোয়ার্ডরা তো গোল করছেনই, মিডফিল্ডাররাও পিছিয়ে নেই। যা দলকে ভরসা দিচ্ছে। মোলিনা বলেন, “স্ট্রাইকাররা গোল করতে সেটা তো ভালই। কিন্তু এই দলের সব প্লেয়ার গোল করতে পার। গোলের জন্য আমরা শুধু স্ট্রাইকারদের উপর নির্ভরশীল নই। লিস্টন, মনবীর, শুভাশিস, দীপেন্দুরা গোল করছে।”
তবে ভাবাচ্ছে তিন জন প্লেয়ারের তিনটে করে কার্ড। আর একটি কার্ড দেখলেই এক ম্যাচ নির্বাসন নিশ্চিত। তালিকায় রয়েছেন আপুঁইয়া, আলবার্তোও শুভাশিস।কোচ বলছেন, “কার্ড খেলার অঙ্গ। সেই সমস্যা থাকবেই। আমাদের হাতে আরও বিকল্প রয়েছে। যারা নিজেদের প্রমাণ করার অপেক্ষায় রয়েছে। আমার ২৪ জন ফুটবলার খেলার জন্য তৈরি। কেউ মাঠে নামবে কেউ বেঞ্চে বসবে। গত ম্যাচে দীপেন্দু রাইটব্যাকে খেলে ক্লিনশিট এনেছিল। দলের সব প্লেয়ারই প্রথম একাদশে খেলার যোগ্য।”
কোচের কথার রেশ ধরেই অনিরুদ্ধ থাপা বলেন, “দলের মধ্যে এত বিকল্প রয়েছে যে কোচের জন্য প্রথম একাদশ বেছে নেওয়াটাই কঠিন কাজ। কারণ দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। তিনি চেষ্টা করেন সেরা দল নামাতে। যেই খেলুক তারা তাদের সেরাটা দেবে। দলের মধ্যে লড়াই করার খিদে রয়েছে।” নিজের চোট নিয়ে অবশ্য তিনি জানান, তিনি খেলার জন্য তৈরি। তিনি দলে থাকতে চান। বাকিটা কোচের উপর নির্ভর করছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার