Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeআইএসএলদলের পারফর্মেন্সে খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনা, লক্ষ্য ধারাবাহিকতা

দলের পারফর্মেন্সে খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনা, লক্ষ্য ধারাবাহিকতা

অলস্পোর্ট ডেস্ক: ম্যাচের আগেই বলেছিলেন, হায়দরাবাদকে হারাতে তাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। বুধবার জিএমসি বালাযোগী স্টেডিয়ামে সত্যিই প্রচুর ঘাম ঝরিয়ে সাফল্য অর্জন করতে হল হোসে মোলিনার দলকে। চার দিন আগেই কলকাতায় মহমেডান এসসি-র বিরুদ্ধে চার গোলে জয় পাওয়া হায়দরাবাদ কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও মোহনবাগান আক্রমণকে রুখতে পারেনি তাদের দুর্বল রক্ষণ।

ইন্ডিয়ান সুপার লিগে শততম ম্যাচে গতবারের লিগশিল্ডজয়ীদের জয় এনে দেয় ৩৭ মিনিটের মাথায় মনবীর সিং ও ৫৫ মিনিটের মাথায় অধিনায়ক শুভাশিস বোসের গোল। শেষ তিন ম্যাচে সাত গোল দিয়ে একটিও গোল খায়নি তারা। ফলে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু’নম্বরে উঠে এল তারা।

স্বাভাবিক ভাবেই খুশি দলের স্প্যানিশ কোচ হোসে মোলিনা ম্যাচের পরে বলেন, “এই ফলে আমি খুশি। টানা জয় এবং তাও গোল অক্ষত রেখে। এটা খুবই ভাল ব্যাপার। সেই জন্যই আরও বেশি খুশি। ম্যাচটা কঠিন ছিল। কারণ, হায়দরাবাদ শুরু থেকেই আমাদের চাপে রাখার চেষ্টা করে। ওদের আক্রমণে তীব্রতা ছিল। ওদের উইঙ্গাররা দ্রুত আক্রমণে উঠছিল, যা আমাদের সমস্যায় ফেলে। তবে আমাদের ডিফেন্ডাররা আজ নিজেদের ভাল ভাবে গুছিয়ে রাখতে পেরেছে। ফলে আমরা গোল খাইনি”।

তাঁর ধারণা, আরও বেশি ব্যবধানে ম্যাচটা জিততে পারতেন। বলেন, “মনবীর একটা ভাল সুযোগকে কাজে লাগিয়ে গোল করে এবং তার পর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। ওদের চেয়ে আমরাই বেশি বল পায়ে রাখতে পেরেছি, গোলের সুযোগও তৈরি করেছি বেশি। দ্বিতীয়ার্ধে আরও গোল করতে পারতাম। শেষ দিকেও একাধিক সুযোগ পেয়েছি। সব মিলিয়ে দলের এই পারফরম্যান্সে আমি খুশি”।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে খেলতে না পারায় আইএসএলের মাঝে একাধিক দীর্ঘ অবকাশ পেয়ে গিয়েছে মোহনবাগান এসজি। বুধবারের ম্যাচের দশ দিন আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলে বাগান-বাহিনী। সেই ম্যাচের আগেও প্রায় সপ্তাহ দুয়েকের অবকাশ পায় তারা। বুধবারের ম্যাচের পর ফের দশ দিনের অবকাশ রয়েছে সবুজ-মেরুন শিবিরে। ১০ নভেম্বর সেই ম্যাচের পর ফের ১২ দিনের ছুটি কাটিয়ে মাঠে নামবে তারা। এত বেশি অবকাশ নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন কোচ মোলিনা। বলেন, “এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে খেলতে পারলে ভাল হত। এশীয় স্তরে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ এসেছিল আমাদের সামনে। সেটা না হওয়ায় আমাদের আইএসএল ম্যাচগুলোর মধ্যে অনেক সময় থেকে যাচ্ছে। তবে এই ব্যাপারটা আমাদের হাতে নেই, তাই পরিস্থিতি যে রকম, সেই অনুযায়ী আমাদের চলতে হবে”।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “সত্যিই দীর্ঘ অবকাশ থাকছে আমাদের ম্যাচের মাঝে মাঝে। তবে খেলোয়াড়রা এর ফলে অনেক বিশ্রাম পাচ্ছে। আমরাও শারীরিক ও কৌশলগত সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট সময় পেয়ে যাচ্ছি। এই অবস্থা সামাল দেওয়ার জন্য যথাসম্ভব বেশি অনুশীলন করতে হবে আমাদের। পরিশ্রম করা যেমন জরুরী, তেমনই বিশ্রামও জরুরি”।

দীপাবলীর ছুটিও উপভোগ করার সুযোগ পাচ্ছেন মনবীর সিং-রা। এই ঘোষণা করে মোলিনা বলেন, “আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোরও সুযোগ পাবে আমাদের ছেলেরা। (বৃহস্পতিবার থেকে) তিন দিনের ছুটি কাটিয়ে ওরা মাঠে ফেরার পর আবার কঠোর পরিশ্রম শুরু হবে। আমাদের পরের ম্যাচও (ওডিশা এফসি, ভুবনেশ্বর, ১০ নভেম্বর) বেশ কঠিন হবে। সেই ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments