অলস্পোর্ট ডেস্ক: গত মরসুমে শিল্ড জিতে নিলেও আইএসএল জিততে পারেনি মোহনবাগান। এই মরসুমে জোড়া লক্ষ্য থাকলেও একটি করেই ম্যাচ ধরে এগোতে চাইছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। দল টেবল শীর্ষে রয়েছে। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা মোহনবাগান কোচ তাই সতর্ক। কারণ শীর্ষে ওঠা কঠিন হলে সেই জায়গা ধরে রাখা চ্যালেঞ্জিং। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এক ম্যাচ বেশি খেলে রয়েছে দ্বিতীয় স্থানে। তাই যে কোনও সময় ধরে ফেলার ভয় তো থাকছেই। মোলিনা বলছিলেন, ‘‘আমরা আবারও এই বছর শিল্ড জেতার চেষ্টা তো করবই। তবে এখন আমার সামনে শুধু গোয়া ম্যাচ। আমরা প্রতিদিন আরও ভাল করার অনুশীলন করে চলেছি এবং দলের পারফর্মেন্সে আমি খুশি।’’
গত ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে ভাল ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। যদিও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছিল দল। সেটাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন কোচ। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য ভাল খেলা। বেশি গোল করা, আর কম গোল খাওয়া। খারাপ খেলে নয়, ভাল খেলে জিততে চাই। আমাদের দলে খুব ভাল প্লেয়ার রয়েছে। শুধু ১১ জন নয়। অনেকে বসে রয়েছে প্রথম দলে জায়গা পাওয়ার জন্য। ওরা প্রমান করেছে ওদের প্রতিভা।’’
যে দলের ২৫ জন প্লেয়ারই প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্য সেখানে দল বেছে নেওয়া যে কঠিন তা মেনে নিচ্ছেন না মোলিনা। বরং বলছেন, ‘‘আমি যদি বেঞ্চের দিকে তাকিয়ে দেখি কেউ নেই তাহলে সেটা অনেকবেশি কঠিন। আমার জন্য এখন দল বাছা কঠিন কাজ নয়। দলের সবাই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। প্লেয়াররা একে অপরকে শ্রদ্ধা করে। আমি তাদের বলেছি অনেক সময় রয়েছে খেলার জন্য। ওরা সবাই তৈরি মাঠে নামার জন্য। সিকে, কামিন্স, স্টুয়ার্টরা বেঞ্চ থেকে এসেই পারফর্ম করেছে।’’
এই মুহূর্তে দারুণভাবে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দল। মানসিকতাটাই বদলে যায় যখন একটা দল পর পর জিততে থাকে। মোহনবাগানের ক্ষেত্রেও তাই। কোচ বলছিলেন, ‘‘মানসিকতা হল রোজ লড়াই করা, জেতা। আমাদের চেষ্টা থাকে সব পজিশনে শক্তি বাড়ানো। আর শেষ পর্যন্ত লড়াই করা। আমরা সবাই এটা জানি যে আমরা মোহনবাগানের হয়ে খেলছি।’’
এটা ঠিক প্রতিপক্ষ নিয়ে তিনি কখনওই খুব বেশি বক্তব্য রাখেন না। এদিনও সেটা আর একবার মনে করিয়ে দিলেন। বলেন, ‘‘আমি প্রতিপক্ষ সম্পর্কে বেশি কথা বলতে পছন্দ করি না। তবে গোয়া ভাল দল। আমাদের জন্য কঠিন ম্যাচ হবে। ভাল প্লেয়ার, ভাল কোচ তো রয়েছেই তাদের ফ্যানরাও থাকবে। আশা করছি ভাল পরিবেশ থাকবে।’’
গোয়ার মাঠে খেলা তাই লিস্টন কোলাসোকে নিয়ে বাড়তি আগ্রহ তো থাকবেই। এদিন কোচ মোলিনার সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোলাসোও। গোয়ার মাঠে খেলতে নামাটা যে তাঁর কাছে বাড়তি উৎসাহ সেটা মেনে নিলেন। বলছিলেন, ‘‘গোয়ায় খেলতে আসাটা সব সময়ই আমার জন্য এক্সসাইটেড। আমি অফসিজনে খুব ট্রেনিং করেছি। গত মরসুমে যা যা ভুল করেছি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলাটা উপভোগ করব।’’
গোয়ার মাঠে প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে দুই দলের সমর্থকদের পার্থক্যের অনুভূতির কথা জানিয়ে গেলেন। তিনি বলেন, “এখানের সমর্থকদের কাছে আমি ঘরের ছেলে। কিন্তু মোহনবাগান সমর্থকরা প্র্যাকটিস থেকে ম্যাচ, সব জায়গায় দলের জন্য পৌঁছে যায়।” এক কথায় মোহনবাগান সমর্থকদের কাছে যে প্লেয়াররা হিরোর মর্যাদা পায় সেটা বলেই জানিয়ে দিলেন, এমন সমর্থকদের দলে ২০২৭ পর্যন্ত চুক্তি করতে পেরে তিনি খুশি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার