সুচরিতা সেন চৌধুরী: শীর্ষে থাকাটা সব সময়ই চাপের। আসলে ওই জায়গাটা ধরে রাখাটা আসল চ্যালেঞ্জ। আগেই শীর্ষে পৌঁছে মেনে নিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শীর্ষে থেকে নামার আগে সঙ্গে নিয়ে এলেন পুত্রকে। সাংবাদিক সম্মলনে ঢুকতে দেরি হওয়ায় ক্ষমাও চেয়ে নিলেন। তিনি যে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সেটা স্পষ্ট। সব প্রশ্নেরই জবাব দিলেন হাসি মুখে, নেই কোনও বিরক্তি। শুধু প্রতিপক্ষ সম্পর্কে জানতে চাইলে মুখে নকশায় একটু পরিবর্তন দেখা গেল। স্পষ্ট বলেও দিলেন, ‘‘আমি কখনওই প্রতিপক্ষকে নিয়ে ভাবতে ভালবাসি না।’’
তিনি আরও বলেন, ‘‘তাদের অনেক ভাল খেলোয়াড় আছে। আমি প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে পছন্দ করি না। আমার কাছে তাদের আক্রমণ ভাল এবং কালকের ম্যাচে আমাদের খুব ভালো ফর্ম ধরে রাখতে হবে। এটি একটি খুব ভাল ম্যাচ হতে চলেছে।’’ যদিও খুব ভাল জায়গায় নেই কেরালা। তবে সেটাকে কোনওভাবে তাদের অ্যাডভান্টেজ ধরে নিতে রানাজ কোচ হোসে মোলিনা।
বলছিলেন, ‘‘এখানে আইএসএলে ম্যাচ জেতা সবসময়ই কঠিন। প্রতিপক্ষ ভাল অবস্থানে না থাকলেও। এই ম্যাচও কঠিন হতে যাচ্ছে। আমরা আমাদের সেরাটা দিই এবং দল নিয়ে আমরা সবসময় আত্মবিশ্বাসী। আমার দল খুব ভাল কাজ করছে। আশা করি তারা একইভাবে পারফর্ম করবে। আরও গোল করার চেষ্টা করতে হবে।’’
এদিকে রডরিগেজ ও গ্রেগের চোট সমর্থকদের চিন্তায় রাখলেও এদিন কিছুটা স্বস্তির খবর দিলেন মোহনবাগান কোচ। জানিয়ে দিলেন, রডরিগেজ ভাল অনুশীলন করেছে, এবং খেলার জন্য প্রস্তুত হলেও গ্রেগকে নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পর পর ভাল পারফর্মেন্সে দলের আত্মতুষ্ট হয়ে পড়ার সম্ভাবনাকে উড়িয়ে না দিলেও দলের উপর আস্থা রাখছেন। পাশাপাশি কেরালার বিরুদ্ধে নামার আগে দলের উদ্দেশে এই বার্তা দিয়ে রাখছেন, ‘‘লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে বিকল্প নেই।’’
দলের সব বিদেশিরাই প্রথম দলে খেলার জন্য তৈরি। সেদিক থেকে দেখতে গেল কাকে প্রথম দলে খেলাবেন বা কাকে বেঞ্চে রাখবেন সেটা নিয়ে নানা রকম প্রশ্নের মুখে তাঁকে পড়তে তো হয়ই। এই অবস্থায় আরও একবার তাঁর জায়গাটা পরিষ্কার করে দিলেন মোলিনা। বলেন, ‘‘আমার গেম প্ল্যানের লক্ষ্যই থাকে পরিস্থিতি অনুযায়ী সেরা প্রথম একাদশ বেছে নেওয়া। আমি মাত্র চারজন বিদেশি খেলাতে পারি। সে কারণে আমাকে বেছে নিতেই হবে।’’
এদিকে কেরালার ভক্তরা দলের সঙ্গে সব জায়গায় যায়। এই ম্যাচেও আশা করা হচ্ছে মোহনবাগান সমর্থকদের একাধিপত্ত থাকবে না। প্রতিপক্ষের সমর্থকদের আগমনের খবরে বেশ খুশি মোলিনা। বরং তাঁর কথায় দুই দলের সমর্থকদের সামনে ভাল ফুটবল তুলে ধরার চ্যালেঞ্জ থাকবে, যে কারণে একটা ভাল ম্যাচও হবে।
মোহনবাগানের সামনে জয় ধরে রাখাটাই এখন সব থেকে বড় লক্ষ্য। ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান। কেরালাকে হারিয়ে দিতে পারলে, তিন পয়েন্টের ব্যবধানে এক নম্বরে থাকতে পারবে দল। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই এখন লক্ষ্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার