অলস্পোর্ট ডেস্ক: মঞ্চটা তৈরিই ছিল। অনেক আগেই হুয়ান ফেরান্দো-কে চাপে রাখতে মোহনবাগানে নিয়ে আসা হয়েছিল হাবাসকে। প্রাক্তন এটিকে কোচ সাময়িকভাবে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে একদমই ছিলেন লাইমলাইটের বাইরে। পাশাপাশি মোহনবাগান দলের টানা ভাল পারফরমেন্স হুয়ান ফেরান্দোর সিংহাসন টলাতে পারছিল না। কিন্তু আইএসএল-এ টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পর টানা তিন হার হুয়ানের বিদায় ঘন্টা বাজিয়ে দেয়।
বুধবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, “মোহনবাগান সুপারজায়ান্টের চিফ কোচ বদল হল। সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো। তাঁর জায়গায় সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরশুম)।”
ক্লাবের পক্ষ থেকে হুয়ান ফেরান্দোকে তাঁর সাফল্যের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ” এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য হুয়ান ফেরান্দোকে ধন্যবাদ।”
সাফল্যের তুঙ্গে থাকা দলটি কেন হঠাৎ এভাবে মুখ থুবড়ে পড়ল তা নিয়ে কম আলোচনা হয়নি। মরসুমের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ার, তাঁর মধ্যে থেকে বড় কারণ। এর পর মুম্বই এফসির বিরুদ্ধে আইএসএল-এর প্রথম হারের পাশাপাশি একাধিক লাল কার্ডের জন্য প্লেয়ারদের না পাওয়াও রয়েছে পরের দুই ম্যাচে হারের পিছনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার