অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে আগাম কোনও নিয়ম জানা যায়নি। বরং আটটি দল যোগ্যতা অর্জন করার পর লটারি করে ঠিক করা হল ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ হবে। সেই গ্রুপ থেকে যে আটটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা হল নর্থ-ইস্ট ইউনাইটেড, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোকুলাম কেরালা এফসি, এফসি গোয়া, চেন্নাইয়ন এফসি ও মুম্বই সিটি এফসি। ২৪, ২৫, ২৬, ২৭ অগস্ট হবে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
প্রথম দিন ২৪ অগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেড ও আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড। দ্বিতীয় ম্যাচে ২৫ অগস্ট খেলবে ইস্টবেঙ্গল ও গোকুলাম এফসি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ২৬ অগস্ট মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নাইয়ন এফসি এবং শেষ কোয়ার্টার ফাইনালে খেলবে মোহনবাগান ও মুম্বই সিটি।
কলকাতার দুই দলের মধ্যে ইস্টবেঙ্গল গ্রুপের সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। মোহনবাগান পৌঁছয় দ্বিতীয় সেরা হয়ে। একটা সময় পর্যন্ত মোহনবাগানের যোগ্যতা অর্জন নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারায় স্বস্তি সমর্থকদের মধ্যে। গ্রুপ পর্ব একটি ডার্বি দেখেছে। যা ছিল মরসুমের প্রথম ডার্বি। এর পর কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ বেছে নেওয়া হয় লটারির মাধ্যমে।
একটা সময় মনে করা হয়েছিল কোয়ার্টার ফাইনালেই না আরও একটা ডার্বি হয়ে যায়। কিন্তু তেমনটা হচ্ছে না। তবে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লড়াই খুব সহজ হবে না। ইস্টবেঙ্গল বনাম গোকুলাম এবং মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচ দু’টি হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম আর্মি স্পোর্টস কন্ট্রোল এবং এফসি গোয়া বনাম চেন্নাইয়ন এফসি ম্যাচ দু’টি হবে গুয়াহাটিতে। সব ম্যাচেরই সময় সন্ধে ছ’টা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার