অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ ফাইনালে শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে মুম্বই সিটি এফসি কাপ জিতে নিয়েছে।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও মুম্বই সিটি এফসি ঘুরে দাঁড়িয়ে তাদের দ্বিতীয় আইএসএল ট্রফি জিতে নেয়। তাদের প্রথম আইএসএল কাপ জয় ২০২০-২১ মরসুমে। সেবারও মেরিনার্সের বিরুদ্ধেই একটি স্মরণীয় প্রত্যাবর্তন করেই ২-১ জয় তুলে নিয়েছিল।
গত মাসে একই প্রতিপক্ষের কাছে লিগ শিল্ডে হারার পর, এই জয়টি দ্বীপবাসীদের জন্য ‘সুইট রিভেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, একই ভেন্যুতে এবং প্রতিপক্ষের সমর্থকে ঠাসা ৬২ হাজারের গ্যালারির সামনে।
লিগের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সবচেয়ে ক্লিন শিট করা এবং সেরা তরুণ খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়, সঙ্গে পুরো মরসুমে ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য দু’টি দলকে পুরস্কৃত করা হয়।
আইএসএল ২০২৩-২৪ মরসুম চলে সাত মাস ধরে। এই দীর্ঘ মরসুমের পারফর্মেন্সের উপর নির্ভর করেই বেছে নেওয়া হয়েছে সেরাদের—
১) আইএসএল লিগ জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট
২) আইএসএল কাপ জয়ী মুম্বই সিটি এফসি
৩) গোল্ডেন বল দিমিত্রিওস পেত্রাতোস (মোহনবাগান)
৪) গোল্ডেন বুট দিমিত্রিওস দায়মান্তাকস (কেরালা)
৫) গোল্ডেন গ্লাভস ফুরবা লাচেনপা (মুম্বই)
৬) লিগের উদীয়মান খেলোয়াড় বিক্রম প্রতাপ সিং (মুম্বই)
৭) সেরা মাঠ জামশেদপুর এফসি
৮) গ্রাসরুট পুরস্কার এফসি গোয়া
৯) সেরা অভিজাত যুব প্রোগ্রাম বেঙ্গালুরু এফসি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার