অলস্পোর্ট ডেস্ক: জ্বলছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে হিংসাত্মক পরিবেশ। আর তার মধ্যেই সব থেকে বেশি বিপদের মুখে সে দেশের সংখ্যালঘু মানুষ। তাঁদের উপর চলছে অন্যায় অত্যাচার। আর তার প্রতিবাদেই এবার বড় পদক্ষেপ নিল কলকাতার অন্যতম ফুটবল ক্লাব মহামেডান এসসি। এই অত্যাচার বন্ধের দাবিতে কলকাতার বাংলাদেশ দূতাবাসে ডেপুটেশন জমা দেবে ক্লাব।
ক্লাবের পক্ষ থেকে সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে না নিয়ে মহমেডান ক্লাবের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি। এই অন্যায় কোনওভাবে আমরা মেনে নিচ্ছি না। আমরা চার-পাঁচ জনের কমিটি তৈরি করব যারা এই ডেপুটেশন টি জমা দিতে বাংলাদেশ দূতাবাসে যাবে।”
এই কমিটিতে মুস্তাক সিদ্দিকী, কামারউদ্দিন, ইসতিয়াক আহমেদের সঙ্গে আরও কাউকে যুক্ত করা। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজটি সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে ক্লাব। পরবর্তী সময়ে ঢাকা মহমেডানকেও এই বিষয়ে চিঠি দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে, তবে এখনই তেমনটা পরিকল্পনায় নেই।
এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে ইস্টবেঙ্গল ক্লাবও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার