অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল বৃহস্পতিবার। খেলা ছিল ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের মধ্যে। একদল মাঠে নামলেও আর এক দল মাঠেই এল না। যার ফলে ভেস্তে গেল খেলা। এমনটা যে হবে তার আগে থেকেই ইঙ্গিত ছিল। কলকাতা লিগ শেষ করতে হিমশিম অবস্থা আইএফএ-এর। যে কারণে বন্ধ হয়েছিল খেলা। বাকি সব ম্যাচ হয়ে গেলেও বাকি পড়েছিল দুটো ম্যাচ। তার একটি হওয়ার কথা ছিল এদিন। কিন্তু তাও গেল ভেস্তে।
লিগ টেবলের শীর্ষে থাকা দুই দল ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের এদিন সূচি অনুযায়ী মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা ভেস্তে গেল। কারণ মাঠে পৌঁছল না ডায়মন্ড হারবার ফুটবল দল। কারণ হিসেবে তারা আগেই বলেছিল, কলকাতা লিগে খেলা ভিনরাজ্যের ফুটবলাররা ইতিমধ্যেই যে যার বাড়িতে ফিরে গিয়েছে। তাঁর মধ্যে দল দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলছে সঙ্গে আরএফডিএল-এর টুর্নামেন্টও। দু’দিন পরই রয়েছে খেলা। এই অবস্থায় জুনিয়র দল নিয়ে তাদের পক্ষে চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলা সম্ভব নয়।
এদিকে বিনো জর্জের কোচিংয়ে ইস্টবেঙ্গল দল সময় মতো মাঠে নেমে পড়েছিল ওয়ার্মআপ করতে। আধঘন্টা দেখার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। তার পরই রীতিমতো জয়োল্লাস দেখা যায় ইস্টবেঙ্গল শিবিরে। ম্যাচ বাতিল মানেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল স্বাভাবিকভাবেই। তবে সরকারিভাবে এখনই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করছে না আইএফএ।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছিলেন, “আইনত এখনই আমি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন বলতে পারি না। আইএফএ-এর একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে ম্যাচ কমিশনার রিপোর্ট জমা দেবেন তার লিগ কমিটি সেটি আলোচনায় বসবে। এবং সব দিক খতিয়ে দেখে তারা যা সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। লিগের আরও একটা ম্যাচ বাকি আছে, এছাড়া কিছু কর্মসূচি রয়েছে সেটা মিটে গেলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার