অলস্পোর্ট ডেস্ক: নতুন ফুটবল মরসুমের ঢাকে কাঠি পড়ে গেল কলকাতায়। শুক্রবার ঘোষণাহয়ে গেল কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ। যেকানে বড় চমক একই গ্রুপে রাখা হয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানকে। আর একটি গ্রুপে রয়েছে মহমেডান। সেই মহমেডানের ম্যাচ দিয়েই শুরু হবে এবারে প্রিমিয়ার লিগ। ২৫ জুন উদ্বোধনেও থাকছে চমক, জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, “মহমেডান বনাম উয়াড়ি ম্যাচ দিয়েই শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ। ভেন্যু এখনও ঠিক না হলেও মহমেডান মাঠ অথবা কিশোরভারতীতে হতে পারে এই ম্যাচ। তবে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে এবং সেটা চমক।”
তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। গত মরসুমে প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার জন্য আপাতত নির্বাসিত রয়েছে দুই দল উয়াড়ি ও টালিগঞ্জ অগ্রগামী। যদিও লিগের ড্রয়ে রাখা হয়েছে এই দুই দলকে। ইতিমধ্যেই এই দুই দলের বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা এখনও কোনও রিপোর্ট দেয়নি। যদিও সচিবের দাবি লিগ শুরুর আগে এই বিষয়ে সিদ্ধান্ত চলে আসবে এবং দুই দল দোষী সাব্যস্ত হলে তাদের লিগ থেকে বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে এই দুই দলের সঙ্গে ম্যাচগুলোতে প্রতিপক্ষ দল ওয়াক ওভার পাবে।
তবে গড়াপেটা নিয়ে কঠিন বার্তা দিতে চাইছে আইএফএ। সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “গড়াপেটার মতো ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা যায় না। তাই ক্লাব এবং প্লেযারদের কাছে আমরা কড়া বার্তা পাঠাত চাই যে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।” আইএফএ-এর তরফে এদিন এও জানানো হয় সব ম্যাচেই তাদের পক্ষ থেকে অবজার্ভার থাকবে তবে এটা সাধারণ চোখে ধরা পড়া খুব মুশকিল বরং গড়াপেটা নিয়ে যেসব সংস্থা কাজ করে তারাই বুঝতে পারে। সেক্ষেত্রে সেরকম কোনও সংস্থার হাতে এই দায়িত্ব দেওয়া হলেও হতে পারে।
এদিকে গত মরসুমে কোনও ডার্বি হয়নি, এই মরসুমে যাতে সেটা সম্ভব হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। গত মরসুমে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি চেয়ে ওয়াক ওভার দিয়েছিল মোহনবাগান। সেক্ষেত্রে এবার সেই মতো ডার্বি যুবভারতীতে হবে কিনা প্রসঙ্গে সচিব জানান, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। তিনি বলেন, “গতমরসুমে ম্যাচটার খুব গুরুত্ব ছিল না সে কারণে নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ দেওয়া হয়েছিল। দর্শক সংখ্যা কেমন হতে পারে বুঝে তবেই স্টেডিয়াম নির্বাচন করা হবে। কারণ যুবভারতীতে ম্যাচ করার খরচ অনেকবেশি।”
এদিকে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে, এই মুহূর্তে তারাও নির্বাসিত। অন্যদিকে মোহনবাগান ক্লাব খেলবে ভবানীপুরের সঙ্গে। তবে উদ্বোধনের দিন নির্দিষ্ট হলেও বাকি ম্যাচের দিন-ক্ষণ এখনও নির্ধারিত হয়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার