অলস্পোর্ট ডেস্ক: ইউরো কাপের প্রথম ম্যাচে রীতিমতো কষ্ট করে জিততে হয়েছে ফ্রান্সকে। যা দলের জন্য মাথার ব্যথার কারণ তো বটেই সঙ্গে আরও বড় সমস্যা কিলিয়ান এমবাপ্পের চোট। যদিও জানা গিয়েছে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তবে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর দলের ১-০ ইউরো ২০২৪ জয়ে ফ্রান্স অধিনায়কের নাক প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে সংঘর্ষে ভেঙে যাওয়ার পরে তিনি কবে মাঠে নামতে পারবেন সেটা যেমন প্রশ্ন তেমনই ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে মাঠে নামার সময় নাককে সুরক্ষা দিতে বিশেষ মুখোশ পরে নামবেন তিনি। ডুসেলডর্ফে গ্রুপ ডি ওপেনারে ম্যাচের শেষের দিকে বল দখলের লড়াইয়ের সময় এমবাপ্পের মাথা অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ড্যানসোর কাঁধের সঙ্গে জোড়ে ধাক্কা লাগে। তারকা স্ট্রাইকার ৯০তম মিনিটে পিচ ছেড়ে চলে যান কারণ তাঁর নাক থেকে রক্ত পড়ছিল, খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র পরে জানায় যে তাঁর নাক ভেঙেছে।
ফরাসি ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো সাংবাদিকদের বলেছেন যে এমবাপ্পের “অপারেশনের প্রয়োজন হবে না”।
এফএফএফ বলেছে, “একটি মুখোশ তৈরি করা হবে যা (এমবাপ্পে) চিকিৎসার পর মাঠে নামার ব্যবহার করতে হবে।”
তবে, শুক্রবার লিপজিগে নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ সোমবারের ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আশাবাদী ছিলেন না এমবাপ্পের দলে ফেরা নিয়ে।
এমবাপ্পে সম্পর্কে দেশঁ বলেন, “সে খারাপ অবস্থায় আছে। সে ভাল নেই। তার নাকের অবস্থা জটিল, এটা নিশ্চিত। এটা আমাদের জন্য একটি অন্ধকার।”
এমবাপ্পেকে তুলে নেওয়ার প্রস্তুতি নেন ফ্রান্স কোচ। তিনি মাঠের বাইরেও বেরিয়ে আসেন কিন্তু চতুর্থ রেফারি অস্ট্রিয়ার প্লেয়ার পরিবর্তনের পর খেলা শুরু করা নির্দেশ দেন। এদিনে তখন ১০ জনে খেলছে ফ্রান্স। সাইড লাইনে দাঁড়িয়ে এমবাপ্পের পরিবর্ত। তা দেখে রেফারির অনুমতি ছাড়াই আবার মাঠে ঢুকে বসে পড়েন এমবাপ্পে। তখনও তাঁর নাক দিয়ে রক্ত পড়ছে। রেফারির অনুমতি ছাড়া মাঠে ঢোকায় হলুদ কার্ড দেখতে হয় এমবাপ্পেকে।
এদিকে দল জিতলেও দলের প্রদর্শন নিয়ে আশাবাদী হতে পারছেন না ফ্রান্স কোচ। যে এক গোলে জিতেছে তাঁর দল সেটাও প্রতিপক্ষের সেমসাইড গোলের বদান্যতায়। সেদিক থেকে দেখতে গেলে অনেকবেশি ফ্রান্স রক্ষণ ও গোলকিপারকে চাপে রেখেছিল অস্ট্রিয়া। অনেকবেশি আক্রমণও করেছে তারাই। শুধু গোলে রূপান্তরিত করতে পারেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার