Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলমেসির পর এবার পিএসজি ছাড়ার পথে এমবাপে  

মেসির পর এবার পিএসজি ছাড়ার পথে এমবাপে  

অলস্পোর্ট ডেস্কঃ পিএসজির আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। একের পর এক ফুটবলার দল ছাড়তে চাইছেন। লিওনেল মেসি ইতিমধ্যেই পিএসজি ছেড়েছেন। নেইমারেরও ক্লাব ছাড়ার জল্পনা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, দল ছাড়তে চলেছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে । চুক্তি শেষ হয়ে গেলে তা নবীকরণ করতে চাইছেন না এই ফরাসি ফুটবলার। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

এমবাপের চুক্তি রয়েছে ২০২৪ সাল পর্যন্ত। সেই চুক্তি শেষ হলে আর নতুন করে চুক্তি করবেন না বলে জানিয়েছেন পিএসজিকে। এমনই একটা চিঠি ক্লাব কর্তৃপক্ষকে তিনি দেন। তবে এর আগে পিএসজি যখন মেসিকে ছেড়ে দেয়, তখন আর্থিক ক্ষতি মুখে পড়ে এই ক্লাবটি। সেই একই ক্ষতি আর করতে চাইছে না ক্লাব। সেই জন্যই এমবাপেকে অন্য দল নিতে চাইলে পিএসজিকে বড় অংকের টাকা দিতে হবে বলে জানিয়েছে ক্লাবের এক আধিকারিক। এমবাপে পিএসজিতে সই করেন ২০১৭ সালে।

মোনাকো থেকে প্যারিসের এই ক্লাবে আসেন তিনি। বার্ষিক ১৫৬৫ কোটি টাকায় চুক্তি করেন এই তারকা ফুটবলার। তারপর থেকেই তিনি পিএসজির হয়েই খেলছেন। এমবাপে ফ্রান্সের তারকা ফুটবলার। আর সেজন্যই তাকে ছাড়তে চাইছে না পিএসজি। তাকে ধরে রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। কিলিয়ানকে দলে রাখার এক অতিরিক্ত সুবিধা রয়েছে। তিনি যে দলের হয়ে খেলুক না কেন দলে থাকলেই তাঁর সমর্থক থাকে বেশি। স্পনসরও পাওয়া যায় বেশি। কিন্তু এমবাপে ঠিক করেই নিয়েছেন তিনি আর এই দলের হয়ে খেলবেন না।

মেসি, নেইমারের পর এখন এমবাপেই সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা। তাই তিনি চাইছেন মেসি রোনাল্ডোর মতো তারও জনপ্রিয়তা বাড়ুক। সমর্থক সংখ্যাও বাড়ুক। এই কারণেই তিনি পিএসজির ক্লাব ছাড়তে চাইছেন বলে মনে করা যাচ্ছে। এছাড়াও গত সাত বছর ধরে পিএসজিতে তিনি একই বেতনে খেলছেন। তিনি যখন ২০১৭ তে মোনাকো থেকে পিএসজি দলে যোগদান করে তখন তিনি এত জনপ্রিয় ফুটবলার হয়ে ওঠেননি। কিন্তু ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপের পর অনেক ক্লাবই চাইছে তাকে নিতে। শুধু তাকে নিতেই চাইছে না, অনেক পরিমাণ অর্থও দিতে চাইছে ক্লাবগুলি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments