অলস্পোর্ট ডেস্ক: বার্সেলোনা ১২-১৩ অগস্টের সপ্তাহান্তে গেটাফের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করতে চলেছে লা লিগা ২০২৩-২৪ মরসুম। তাদের সামনে এখন অনেক বড় লক্ষ্য। লক্ষ্য লা লিগা ট্রফি ধরে রাখা। অন্যদিকে রিয়েল মাদ্রিদ শুরু করতে চলেছে অ্যাথলেটিক বিলবাও সফর দিয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ শুরু করবে উঠে আসা গ্রানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তাদের জন্য লড়াইটা অনেকটাই কম। যদিও তিন সেরা দলই কার্যত নিজেদের থেকে কম শক্তিশালী দলের বিরুদ্ধে শুরু করতে চলেছে মরসুমের লা লিগে সফর।
২৬ মে শেষ হচ্ছে ২০২৩-২৪ মরসুমের লা লিগা ফিক্সচারের। প্রথম এল ক্লাসিকো ২৯ অক্টোবরের জন্য নির্ধারিত হয়েছে এবং মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে হবে সেই খেলা। আপাতত এটিই বার্সেলোনার অস্থায়ী হোম গ্রাউন্ড যখন ক্যাম্প ন্যু তৈরি হচ্ছে। স্পেনের রাজধানীতে ২১ এপ্রিল দ্বিতীয়বার মুখোমুখি হবে বার্সেলোনা ও মাদ্রিদ। লা লিগায় এল ক্লাসিকো দেখার জন্য অপেক্ষা করতে হবে এখনও অনেকগুলো মাস।
বার্সেলোনা ২০২৪-২৫ মরসুমের জন্য তাদের ঐতিহ্যবাহী হোম গ্রাউন্ডে ফিরে আসতে পারবে। তার আগে ঢেলে সাজানো হচ্ছে, এক কথায় নতুন করে তৈরি হচ্ছে ক্যাম্প ন্যু। ২০২৪-২৫ মরসুমে ঘরে ফেরার কথা থাকলেও তা আপাতত সম্ভব বলে মনে হচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে আরও দুটো মরসুম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার