অলস্পোর্ট ডেস্ক: স্পেন এবং বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের বাবার উপর আক্রমণের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে তাঁর আঘাত গুরুতর। ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল। তাঁকে ছুরি দিয়ে আঘাত করার পর গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল। বুধবার স্পেনের সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া এমনটাই জানিয়েছে। ঘটনার সাথে পরিচিত সরকারী সূত্রের তরফে বলা হয়েছে, মাতারোতে একটি পার্কিংয়ে গাড়ি রেখে তাঁর পোষ্যকে নিয়ে হাঁটতে গিয়ে কিছু লোকের সঙ্গে তর্কের পরে মুনির নাসরাউইকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়ে। যারা পরে তাঁকে আক্রমণ করতে ফিরে এসেছিল। তদন্তের দায়িত্বে থাকা কাতালান আঞ্চলিক পুলিশ ঘটনাটি প্রকাশ্যে নিশ্চিত করেনি।
সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি বার্সেলোনার প্রায় ৩০ কিলোমিটার উত্তরে মাতারোর রোকাফোন্ডা এলাকায় হয়েছিল, যেখানে ইয়ামাল বেড়ে উঠেছেন এবং যেখানে তার বাবা এবং ঠাকুমা এখনও থাকেন৷
১৭ বছর বয়সী এই ফুটবলার খুব কম বয়সেই বিশ্ব ফুটবলে তারকা হয়ে উঠেছেন।
১৫ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক হয় তাঁর, ইয়ামাল দ্রুত গতিতে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে এবং ইউরো ২০২৪ জয়ে স্পেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তাঁর বাবার উপর আক্রমণের খবরে ইয়ামানের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনও ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার