অলস্পোর্ট ডেস্ক: ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। হাতে আরও একটা বছর রয়েছে কিন্তু এই বিপুল কর্মকাণ্ড ঘিরে গত কয়েক বছর ধরে তৈরি হয়েছে ভেন্যু। এবার সামনে এসেছে বিশ্বকাপ ড্রয়ের দিনক্ষণ। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র লাস ভেগাসে হবে বলে জানা যাচ্ছে, ভেগাসের দ্য স্ফিয়ারে হবে এই ড্রয়ের অনুষ্ঠান।
ইএসপিএন এবং টিইউডিএন’মেক্সিকো জানিয়েছে যে ৪৮ দলের সম্প্রসারিত এই ইভেন্টের ড্রয়ের জন্য ভেগাসকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে।
মোট চারটি করে দেশকে ১২টি গ্রুপে ভাগ করা হবে এই ড্রয়ের মাধ্যমে। যা দলগুলোর পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্যও একটি উত্তেজনার মুহূর্ত।
১৯৯৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন গ্রুপ বিন্যাসের ড্র করেছিল, তখনও লাস ভেগাসেই তা আয়োজন করা হয়েছিল।
ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে যে ১৭,৫০০ আসনের ভেন্যু দ্য স্ফিয়ার, যা ২০২৩ সালে খোলা হয়েছিল এবং ৫৪,০০০ বর্গমিটারের ফ্রন্ট স্ক্রিন নিয়ে তৈরি, আর সে কারণেই এই ভেন্যুকে ড্র-য়ের জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
১৯৯৪ সালে, লাস ভেগাসে ড্র অনুষ্ঠিত হলেও সেখানে কোনও ম্যাচের আয়োজন করা হয়নি, এবারও সেই লাস ভেগাসেই ড্র হলেও সেখানে কোনও বিশ্বকাপের ম্যাচ হচ্ছে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





