অলস্পোর্ট ডেস্ক: রাত পোহালেই শুরু ডুরান্ড কাপ। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচেই নেমে পড়তে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে। যদিও ডুরান্ডের প্রথম ম্যাচে যে দল খেলতে নামবে তা নিয়ে আশাবাদী নন অতিবড় মোহনবাগান সমর্থকও। বরং রীতিমতো টেনশনে তাঁরা। তাহলে কি ডুরান্ডের মঞ্চে শুরুতেই মুখ পুড়বে সবুজ-মেরুন ব্রিগেডের? সমর্থকদের অবশ্য আশার কথাই শোনাচ্ছেন কোচ বাস্তব রায়। ডুরান্ডের প্রথম ম্যাচে কোচ হিসেবে ডাগআউটে বসবেন তিনিই। কারণ হেড কোচ হোসে মোলিনা ডুরান্ড শুরুর দু’দিন পর মূল দল নিয়ে অনুশীলনে নামবেন।
বাস্তব রায় অবশ্য বলছেন তাঁর এই জুনিয়র দলের কাছে নিজেদের বড় মঞ্চে প্রমাণ করার এটাই সময়। তাঁরা সবাই নিজেদের সেরাটা দিতে স্বাভাবিকভাবেই মুখিয়ে থাকবেন। কলকাতা লিগে দলের পারফর্মেন্স খুবই খারাপ। কোচ বলছেন, “আমরা অনুশীলন করার সুযোগ পাইনি। অল্প কয়েকদিন অনুশীলন করেই নামতে হয়েছে। এরা কেউ এখনও অভিজ্ঞ নয়। তাই ওদের সময় দিতে হবে।”
এদিকে ক্লাবের তরফে অভিযোগ, ইস্টবেঙ্গলকে খেলা না দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে পর পর তাদেরই খেলা দেওয়া হচ্ছে। বললেও শুনছে না। এদিন বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-কে চিঠিও দেওয়া হয়েছে। এদিন ডুরান্ড খেলতে নামার আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব রায়ের সঙ্গে হাজির হয়েছিলেন সদ্য যোগ দেওয়া গোলকিপার ধীরজ সিং।
তিনি ডুরান্ডের প্রথম ম্যাচ থেকেই খেলবেন কী না তা নিশ্চিত করে বলতে পারলেন না কোচ। বলেন, “আজকেই ধীরজ প্রথম অনুশীলনে নামবেন। না দেখে কিছুই বলা যাবে না। অনুশীলনের পর সিদ্ধান্ত নেব।” তবে তিনি কী সিদ্ধান্ত নিলেন তা জানা না গেলেও সম্ভাবনা রয়েছে প্রথম থেকেই ধীরজের খেলার। সেই প্রসঙ্গে নীরজ অবশ্য বলছেন, “আমি নিজেকে অফ সিজনে ফিট রাখার চেষ্টা করেছি। আমি নিয়মিত অনুশীলনের মধ্যেই ছিলাম। বাকিটা কোচের হাতে।” নীরজ এক কথায় বুঝিয়ে দিলেন তিনি মোহনবাগানের তিন কাঠি সামলাতে প্রস্তুত।
কোচ বাস্তব রায় অবশ্য বলছেন, “গতবারও ডুরান্ডে আমরা এই দল নিয়েই নেমেছিলাম। পরে পুরো দল যোগ দেয়। এবারও তেমনটাই হচ্ছে। আমার বিশ্বাস ছেলেরা নিজেদের সেরাটা দেবে যদিও আমাদের প্রতিপক্ষ কঠিন। ওদের সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। গত মরসুমের দলটা পুরো বদলে ফেলেছে তাই আগে দেখা খেলার উপর ওদের বিচার করা যাবে না। শুনেছি ওরা দু’জন বিদেশি নিয়ে এসেছে।” এদিকে মোহনবাগান দলে কোনও বিদেশি খেলবে কিনা তার এখনও নিশ্চিত নয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার