অলস্পোর্ট ডেস্ক: শনিবারের খেলা শেষে নিউ ইয়র্ক সিটির সহকারী কোচের ঘাড় ধরার পর মেজর লিগ সকার লিওনেল মেসিকে জরিমানা করল। কিন্তু জরিমানার পরিমাণ কত, সেটা এখনও জানা যায়নি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় শেষ বাঁশির পর নিউ ইয়র্ক সিটি এফসির সহকারী কোচ মেহেদি বালুচির সঙ্গে ঝামেলা ক্যামেরায় ধরা পড়ে। তর্ক-বিতর্কের সময় মেসিকে দু’বার বালুচির ঘাড়ের পিছনে হাত রাখতে দেখা যায়। এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের শৃঙ্খলারক্ষা কমিটি রায় দিয়েছে যে তিনি লিগের “প্রতিপক্ষের মুখে/মাথায়/ঘাড়ে হাত দেওয়া”র নীতি লঙ্ঘন করেছেন।
মরসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিয়ামির চেজ স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে মেসি সতীর্থ তেলাস্কো সেগোভিয়ার জন্য স্টপেজ টাইমে সমতা আনার সুযোগ করে দিয়েছিলেন।
মেসির সতীর্থ উরুগুয়ের লুই সুয়ারেজও হাফ-টাইমে নিউ ইয়র্ক এফসি ডিফেন্ডার বার্ক রিসার ঘাড়ের পিছনে হাত রাখার জন্য একই পরিমাণ জরিমানার মুখে পড়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার