অলস্পোর্ট ডেস্ক: সোমবার ফুটবল তারকাদের নিয়ে চাঁদের হাট বসে প্যারিসে। মঞ্চ তৈরি ছিল ব্যালন ডি’ওর পুরস্কারের। আর সেখানে আবারও বাজিমাত ফুটবলের রাজপুত্রের। অষ্টমবারের মতো ব্যালন ডি’ওর জিতে নিলেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সী মেসি ২০২৩ ফুটবল বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের জন্য আবারও এই পুরস্কার নিয়ে গেলেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতিয়ে গোটা দেশকে অনুপ্রাণিত করেছিলেন লিও। এই প্রতিযোগিতায় মেসিকে বিশেষ টক্কর দেন কিলিয়ান এমবাপে এবং আরলিং হালান্ড। কঠোর প্রতিদ্বন্দ্বিতার পর চূড়ান্ত ভোটে হালান্ড দ্বিতীয়, এমবাপ্পে তৃতীয় এবং কেভিন ডি ব্রুইন চতুর্থ হন।
প্রাক্তন বার্সেলোনা সুপারস্টার মেসি বিশ্বকাপে সাত গোল করেছিলেন এবং দোহায় ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে পরাজিত করে আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন মেসি।
মেসির পুরনো পিএসজি সতীর্থ এমবাপে বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফর্ম্যান্সের জন্য নজর কেড়েছিলেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গোলের হ্যাটট্রিক-সহ আট গোল করে সর্বোচ্চ স্কোরার হিসাবে শেষ করেছিলেন।
নরওয়ের স্ট্রাইকার হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ৫৩টি ম্যাচে অবিশ্বাস্য ৫২ গোল করেছেন। এই পেপ গুয়ার্দিওলার দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো খেতাব জিতেছেন। তিনি এবং ডি ব্রুইন একইসঙ্গে সিটি দলের দুই সদস্যই এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার