Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeফুটবল১৪ বছর পর আবার ভারতে আসছেন মেসি, আসছে পুরো আর্জেন্টিনা ফুটবল দল

১৪ বছর পর আবার ভারতে আসছেন মেসি, আসছে পুরো আর্জেন্টিনা ফুটবল দল

অলস্পোর্ট ডেস্ক: কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান বুধবার জানিয়েছেন যে কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা ফুটবল দল আগামী বছর একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে সে রাজ্যে যাবে। একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সম। মন্ত্রী বলেন যে ম্যাচটি রাজ্য সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত হবে। “এই হাই-প্রোফাইল ফুটবল ইভেন্টটি আয়োজনের জন্য সমস্ত আর্থিক সহায়তা রাজ্যের ব্যবসায়ীদের দ্বারা সরবরাহ করা হবে,” মন্ত্রী বলেছেন, কেরালায় এই ঐতিহাসিক অনুষ্ঠানটি আয়োজন করতে পারার প্রতি আস্থা প্রকাশ করে।

আর্জেন্টিনা ফুটবল দলের ভারতে আসা অবশ্য এই প্রথম নয়। মেসি, আগুয়েরো, ডিমারিয়ার মতো তারকা দিয়ে সেরা আর্জেন্টিনা দল ঘুরে গিয়েছে কলকাতায়ও। কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গনে আর্জেন্টিনা দল খেলেছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। ২০১১ সালের সেই ম্যাচ দেখতে যুবভারতীর গ্যালারি ভরিয়েছিল মেসি ভক্তরা। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন লিও মেসি তাঁর পুরো আর্জেন্টিনা দলের সঙ্গে।

ভারত নিজে ফুটবল বিশ্বকাপে না খেলতে পারলেও, বিশ্বকাপ নিয়ে আগ্রহের শেষ নেই ভারতের। আর সেই সময় প্রায় দু‘ভাগ হয়ে যায় দেশ। একদিকে আর্জেন্টি‌না, অন্যদিকে ব্রাজিল। এই লড়াই জন্ম জন্মান্তরের। ফুটবল বিশ্ব জানে ভারতের ফুটবলপ্রেমের কথা। এমন ইভেন্টের আশায় থাকেন ভারতের ফুটবলপ্রেমীরা।

মঙ্গলবার দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সঙ্গে ঘরের মাঠে ব্রাজিল ১-১ গোলে ড্র করলেও লাউতারো মার্টিনেজের একটি দুর্দান্ত ভলি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় এনে দিয়েছে।

১২ ম্যাচে আর্জেন্টিনার অষ্টম জয় তাদের ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রেখেছে। ব্রাজিলের সঙ্গে ম্যাচে মূল্যবান পয়েন্ট অর্জনকারী উরুগুয়ের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। ড্রয়ের ফলে ব্রাজিল ১৮ পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে, চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার থেকে এক পয়েন্ট পিছিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments