অলস্পোর্ট ডেস্ক: লিওনেল মেসির খেলা দেখা থেকে বঞ্চিত হল ভারতের ফুটবল প্রেমীরা। মেসির আর্জেন্টিনা ফুটবল দল ১২ থেকে ২০ জুনের মধ্যে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল এ দেশে। তা হত ফিফা ফ্রেন্ডলি ম্যাচের তালিকা মেনেই। কিন্তু বাধ সাধল বিশাল পরিমাণ অর্থ। যা দিতে হবে ভারতকে। এই বিশাল পরিমাণ অর্থ দিতে রাজি না হওয়ায় মেসিদের ম্যাচ চলে গিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যত্র। মেসির দলের ফি এখন প্রায় ৩২ থেকে ৪০ কোটি টাকা। খুব বেশি টাকা না হলেও ভারতীয় ফুটবল ফেডারেশেনের পক্ষে সম্ভব হয়নি ম্যাচ আয়োজনের।
সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব শাজি প্রভাকরন বললেন, “আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল একটা প্রীতি ম্যাচ ভারতে আয়োজন করার জন্য, কিন্তু প্রচুর খরচ তাতে যা আমাদের পক্ষে সম্ভব নয়।“ তিনি এও বলেন “ এই ধরনের বড় ম্যাচ করানোর জন্য ভাল স্পনসরের প্রয়োজন। যে পরিমান টাকা আর্জেন্টিনা কে দিতে হবে তা অনেকটাই বেশি। আমাদের পক্ষে তা সম্ভব হয়নি।“
আর্জেন্টিনা প্রাথমিক ভাবে ঠিক করেছিল দুটো ম্যাচ খেলবে দক্ষিণ এশিয়াতে। তার মধ্যে একটা ভারতে আর একটা বাংলাদেশে। কিন্তু দুটো দেশই এত কম সময়ের মধ্যে এই ম্যাচ আয়োজন করতে পারেনি। তাই তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছে ১২জুন, বেজিংয়ে এবং পরের ম্যাচ ১৫ জুন খেলেছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ওখানেও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
যদিও মেসির আর্জেন্টিনা অতীতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ভারতে। ২০১১ সালে যখন মেসি অধিনায়ক ছিলেন। সেই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তফাৎ ছিল একটাই, সে সময় মেসির আর্জেন্টিনা তখনও বিশ্বকাপ জেতেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার