অলস্পোর্ট ডেস্কঃ মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলবেন লিওনেল মেসি। আমেরিকায় মেসি থাকবেন কোথায়? তা নিয়েও আগ্রহের শেষ নেই ফুটবলপ্রেমীদের। ডেভিড বেকহ্যামের ক্লাব মিয়ামি শহরের অন্যতম অভিজাত বহুতলে মেসির থাকার ব্যবস্থা করেছে।
মিয়ামির বিলাসবহুল পোর্শে ডিজাইন টাওয়ারে থাকবেন মেসি। ২০১৯ সালে তৈরি এই বহুতলের ৬০ তলায় পরিবার নিয়ে থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর ফ্ল্যাটটির দাম ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি ২০ লাখ টাকারও বেশি। মেসির ফ্ল্যাট থেকে দেখা যাবে মিয়ামির পুরো সৈকত। পোর্শে ডিজাইন টাওয়ারের একটি বিশেষত্ব রয়েছে। তা হল গাড়ির জন্য রয়েছে বিশেষ লিফট। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে রয়েছে গাড়ি রাখার আলাদা জায়গা। লিফটে করে গাড়ি তুলে নিয়ে যাওয়া যাবে নিজের ফ্ল্যাটে। অর্থাৎ, মেসি তাঁর গাড়ি রাখতে পারবেন ফ্ল্যাটের মধ্যেই। ফ্ল্যাট থেকেই গাড়িতে উঠে রাস্তায় বেরিয়ে যেতে পারবেন মেসি।
জিম-সহ জীবন যাপনের সমস্ত অত্যাধুনিক সুবিধা রয়েছে মিয়ামির এই বহুতলে। মেসির সঙ্গে কথা বলেই তাঁর থাকার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। মেসির নতুন বাসস্থানের তিনটি ছবি প্রকাশ্যে এসেছে। সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাসভবনের সঙ্গেও তুলনা শুরু করেছেন ফুটবলপ্রেমীদের একাংশ।
ইন্টার মিয়ামি সূত্রে খবর, জুন মাসের শেষ দিকে পরিবার নিয়ে মায়ামিতে চলে যাবেন মেসি। আগামী ২১ জুলাই ক্রুজ আজ়ুলের বিরুদ্ধে মিয়ামির হয়ে অভিষেক হতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ফুটবলপ্রেমীরা মনে করছেন, মেসি খেললে আমেরিকার লিগের আকর্ষণ বাড়বে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার