Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeআইএসএলযেমনই দল হোক না কেন মোহনবাগানের বিরুদ্ধে সবাই ভাল খেলে: লিস্টন

যেমনই দল হোক না কেন মোহনবাগানের বিরুদ্ধে সবাই ভাল খেলে: লিস্টন


সুচরিতা সেন চৌধুরী: পুরো দল ছুটি কাটালেও লিস্টন, মনবীরদের কিন্তু সেই সময়টা কেটেছে ভারতীয় দলের শিবিরে। ফিফা ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন মোহনবাগানের একাধিক প্লেয়ার। জাতীয় দল থেকে ফিরে তাঁরা যোগ দিয়েছেন ক্লাবে। আবার শুরু আইএসএল-এর লড়াই। দল ভাল জায়গায় রয়েছে। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে জয় লিগ টেবলে মোহনবাগানকে দু’নম্বর থেকৈ শীর্ষে পৌঁছে দিতে পারে। সেটা যেমন মাথায় রয়েছে ফুটবলারদের তেমনই কোচের স্ট্র্যাটেজির উপরই ভরসা রাখছেন প্লেয়াররা। কোচের দেখানো পথেই বাজিমাত করতে প্রস্তুত তাঁরা।

শুক্রবার ক্লাব তাঁবুতে কোচ হোসে মোলিনার সাংবাদিক সম্মেলন চলার সময়ই কনফারেন্স রুমে পৌঁছে গিয়েছিলেন লিস্টন কোলাসো। কোচকে করা সাংবাদিকদের প্রশ্ন আর তাতে উত্তর শুনে মিচকি মিচকি হাসছিলেন। যদিও মোহনবাগান মাঝমাঠের অন্যতম ভরসা লিস্টন নতুন জাতীয় কোচের ভরসার পাত্র হয়ে উঠতে পারেননি এখনও। যে কারণে মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ কয়েক মিনিটের জন্যই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। এক কথায় ছুটি না পেলেও তাঁর ঝুলিতে ‘গেমটাইম’ নেই বললেই চলে। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বরং বলছেন, একজন ফুটবলারকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়।

বলছিলেন, “জাতীয় দলের হয়ে খুব বেশি সময় খেলার সুযোগ না পাওয়াটা কোনওভাবেই আমার খেলাকে প্রভাবিত করবে না। আসল বিষয় হল সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। আমি প্রস্তুত।” এত বছরে তিনি নিজেকে প্রমাণ করেছেন বার বার। সেকারণে প্রতি মরসুমের একাধিক প্লেয়ার বদলে গেলেও তিনি থেকে গিয়েছেন। কিন্তু তিনি কী মনে করছেন তাঁর নিজের উন্নতি নিয়ে?

বলছিলেন, “২০২১-২২-এ প্রথম মরসুম আমার ক্লাবে। আমি চাইতাম আরও শিখতে, উন্নতি করতে। পরিস্থিতি, সময় বদলেছে। আমার কাজে কোনও পরিবর্তন হয়নি। আমি তখনও যা করতাম এখনও তাই করছি। গত মরসুমে আমরা ট্রফি জিতেছি। তবে আমি সব সময় আরও উন্নতি করতে চাই। এবারও আমরা ট্রফির লক্ষ্যেই এগোচ্ছি।”

ট্রফির লক্ষ্যেই কোনো দলকেই হালকাভাবে নিচ্ছেন না এই মিড ফিল্ডার। বরং মজা করে বলছেন, “যে কোনও দল যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তারা যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামে তখন সবাই ভাল খেলে। তাই জামশেদপুরকে হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই আর ওরা আগের ম্যাচে কী করেছে সেটাও গুরুত্বপূর্ণ নয়।”

এর সঙ্গে তিনি যোগ করেছেন, “সব থেকে গুরুত্বপূর্ণ দলের জয়। আমরা সেরাটা দেব আশা করি। আমি যখন, যেখানে খেলি আমার মনে হয় আমি সেরা। সবাই কী বলছে সেটা নিয়ে ভাবি না। তাই নিজের সেরাটা দিয়ে যাই।”

ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে তিনি অনেক কিছু প্রমাণ করতে চাইবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments