অলস্পোর্ট ডেস্কঃ ইউরোপের অষ্টম ক্লাব হিসেবে তিনটি কাপের ফাইনাল জিতল ম্যাঞ্চেস্টার সিটি । ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট লাভ। মিলানের বিরুদ্ধে ১-০ জিতে একের পর এক রেকর্ডের ফুলঝুরি ছড়িয়েছে দল ও কোচ। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে এক মাত্র কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়লেন পেপ গুয়ার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছিলেন। এ বার ম্যান সিটির হয়ে জিতলেন।
ইউরোপের সেরা হওয়ার লড়াই। ম্যাচ জুড়ে একটি মাত্র গোল। তাতেই ব্যবধান গড়ে দিয়ে গেল ম্যান সিটি এবং মিলানের মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচের শুরু থেকেই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে বিপক্ষ দুই দল সুযোগ যে খুব বেশি পেয়েছে তা নয়। শেষ পর্যন্ত ম্যাচের ৬৮ মিনিটের মাথায় বিপক্ষের জালে বল জড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটির রদ্রি।
এই ডিফেন্ডার এর দুরপাল্লার শট বুঝতে সময় লেগে যায় বিপক্ষ গোলকিপারের। ব্যাস আর ঘুরে তাকাতে হয়নি। সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মিলান। ম্যাচ শেষের বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি। তবে শুরুতে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় এই চ্যাম্পিয়ন দল। ম্যাচের আধ ঘণ্টা পেরোতেই সিটির অস্বস্তি বাড়ে কেভিন ডি ব্রুইনের চোটে। মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ ফুটবলার। তাঁর পরিবর্তে মাঠে নামেন ফিল ফডেন।
সিটি হল প্রথম ইংলিশ ক্লাব যারা ১৯৯৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর এই গৌরব ফিরিয়ে এনেছে ইংল্যান্ডের ক্লাবে। দুই বছর আগে ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও চেলসির বিরুদ্ধে হেরে যায় তারা। তারপর ফের অপেক্ষা শুরু হয় তাদের। অন্যদিকে পেপ গুয়ার্দিওলা ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে অনেক কাপ জিততে পারলেও চ্যাম্পিয়ন্স লিগ সিটিকে দিতে পারছিলেন না তিনি। নিজেকে প্রমাণ করা জন্য মরিয়া হয়েছিলেন গুয়ার্দিওয়ালা। অবশেষে স্বপ্নপূরণ। কোচ হিসাবে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার