Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলমানোলোর সঙ্গে সমঝোতার বিচ্ছেদ, সাফ অন্তর্ভুক্ত দেশের ফুটবলারদের এখন থেকে ঘরোয়া মর্যাদা

মানোলোর সঙ্গে সমঝোতার বিচ্ছেদ, সাফ অন্তর্ভুক্ত দেশের ফুটবলারদের এখন থেকে ঘরোয়া মর্যাদা

মুনাল চট্টোপাধ্যায়:‌ ‌প্রত্যাশামতোই বুধবারের ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে অব্যহতি দেওয়া হল মানোলো মারকোয়েজকে।

এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়ারের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করার পরই মানোলোর ভারতের বর্তমান দল নিয়ে কাজ করার অনীহা প্রকাশ পেয়েছিল। তার প্রভাব গিয়ে পড়ে পরের হংকং ম্যাচে। ওই ম্যাচ ০-‌১ গোলে হেরে ২০২৭ সৌদি আরব এশিয়ান কাপের মূল পর্বে যাওয়া শুধু কঠিন নয়, কার্যত অসম্ভব হয়ে পড়বে,গ্রুপের বাকি ৪ ম্যাচ না জিতলে। সবচেয়ে বড় কথা, হংকং ম্যাচের আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে একটা প্রচ্ছন্ন আভাস দিয়ে রেখেছিলেন মানোলো, ওই ম্যাচের ফল যাই হোক, তিনি ভারতীয় দলের কোচের পদে থাকতে আর আগ্রহী নন। আসলে তাঁর মাথায় এফসি গোয়ায় ফেরার বিষয়টা বেশি করে প্রাধান্য পাচ্ছিল। কারণ সুপার কাপ জেতায় এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্লেঅফের খেলার সুযোগ পাচ্ছে। সেটাই মানোলোর কাছে বাড়তি আকর্ষণের জায়গা, ভারতীয় দলে কোচিং করার থেকেও।

হংকং ম্যাচ হারের পর মানোলো ফেডারেশন কর্তাদের কাছে তাঁকে ভারতীয় কোচের পদ থেকে ছেড়ে দেওয়ার আবেদন করেই রেখেছিলেন। মানোলোর মনোভাব বুঝে মানোলোর মতো অনিচ্ছুক ঘোড়াকে আর জাতীয় দলে আটকে রাখতে চাননি। শুধু দরকার ছিল, একটা যৌথ বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদ ঘটানো। সেটাই হল বুধবার বৈঠকে। এতে আরও একবছর চুক্তি থাকলেও, মানোলোর আর বাড়তি আর্থিক বা ক্ষতিপূরণের দাবি জানানোর সুযোগ থাকল না, তেমন আগের কোচ ইগর স্টিমাচের মতো ফেডারেশনের বিরুদ্ধে বিষোদ্গারের সুযোগও নয়। এবার ভারতীয় দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তার জন্য ফেডারেশনের তরফে নিয়মমাফিক বিজ্ঞাপন দেওয়া হবে। নতুন কোচ নিয়োগের ভার থাকবে ফেডারেশনের টেকনিকাল কমিটির ওপর। বিদেশি কোচ নেওয়ার ক্ষেত্রে এইমুহূর্তে ভাঁড়ে মা ভবানী ফেডারেশনের পক্ষে সমস্যা থাকায় দেশি কোচের দিকেই তারা যে ঝুঁকবে বেশি করে এটা বলাই বাহুল্য।

কার্যকরী কমিটির বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হল সাফ অন্তর্ভুক্ত দেশগুলির ফুটবলারদের এখন থেকে আর বিদেশি হিসেবে গন্য করা হবে না। তাঁরা ঘরোয়া ফুটবলারের মর্যাদা পাবেন। এর অর্থ ভারতে বিদেশি হিসেবে নয়, ঘরোয়া ফুটবলার হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ,নেপালের ফুটবলাররা। অবশ্য এটা কীভাবে ভারতীয় ফুটবলে প্রয়োগ করা হবে, সেটা খতিয়ে দেখবে ফেডারেশন। এতে ভারতীয় ফুটবলের কতটা উন্নতি হবে, নাকি ক্ষতি হল, সেটা সময়ই বলবে। অন্যদিকে, ঘরোয়া দুই লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা কমিয়ে ভারতীয় ফুটবলারদের বিশেষ করে স্ট্রাইকারদের বেশি সময় খেলানোর সুযোগ কীভাবে করে দেওয়া যায়, তা নিয়ে টেকনিকাল কমিটির সঙ্গে আলোচনায় বসে ঠিক করা জরুরি বলে মনে করেন কার্যকরী কমিটির সদস্যরা। একইসঙ্গে এশিয়ান গেমসের প্রস্তুতির অঙ্গ হিসেবে আইলিগে অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলকে খেলানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

কলকাতায় ২০ জুন সাংবাদিক সম্মেলনে ফেডারেশন সভাপতি কল্যান চৌবের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন ভারতীয় ফুটবল লেজেন্ড বাইচুং ভুটিয়া। এতে প্রচন্ড ক্ষুব্ধ কল্যান। কার্যকরী কমিটির বৈঠকে বাইচুংয়ের এই ধরনের আচরণে তাঁকে শোকজ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভাপতি কল্যান ও অন্যান্য সদস্যরা।

এছাড়া এফএসডিএলের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে যে সিদ্ধান্ত ঝুলে রয়েছে, তার সমাধানসূত্র খোঁজাটা জুলাইয়ের মাঝামাঝি সুপ্রিম কোর্ট খোলার পর সংশোধনের পর ফেডারেশনের নতুন সংবিধান ও রায়দান পর্যন্ত স্থগিত থাকছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments