অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজের নতুন যাত্রা শুরু হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল কাপ দিয়ে। তার আগে তিনি ২৬ জনের সম্ভাব্য ফুটবলারদের নাম ঘোষণা করেছেন। তাঁর এই দল থেকে বাদের তালিকায় উল্লেখযোগ্য নাম তারকা ভারতীয় সেন্টারব্যাক সন্দেশ ঝিঙ্গন। অন্যদিকে প্রথম ভারতীয় দলে ডাক পেলেন কিয়ান নাসিরি। মোহনবাগান এসজি রাইট-ব্যাক আশিস রাই এবং ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন সিং গিল, যারা এখনও সিনিয়র ইন্ডিয়া দলের হয়ে খেলছেন না, সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দলের বার্ষিক টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে শিবিরের জন্য ডাক পেয়েছেন। যা ৩ থেকে ৯ সেপ্টেম্বর হায়দরাবাদে হবে এই টুর্নামেন্ট।
জানুয়ারিতে সিরিয়ার বিরুদ্ধে ভারতের এশিয়ান কাপ গ্রুপ ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়া মূল ডিফেন্ডার ঝিঙ্গন এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। ৩১ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার ঝিঙ্গনও মে মাসে কুয়েত এবং কাতারের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রাথমিক যৌথ কোয়ালিফিকেশন রাউন্ড ২ ম্যাচের আগে দলের শিবির থেকে বাদ পড়েছিলেন।
সিরিয়া সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ৯৩তম স্থানে রয়েছে এবং মরিশাস ১৭৯ নম্বরে রয়েছে, এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে খেলবে। ভারত বর্তমানে ১২৪তম স্থানে রয়েছে। ৩১ অগস্ট থেকে হায়দরাবাদে শুরু হবে প্রস্তুতি শিবির।
চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ কিংবদন্তি সুনীল ছেত্রীর অবসরের পর প্রথম পূর্ণাঙ্গ টুর্নামেন্ট এবং গত মাসে ভারতের প্রধান কোচ মনোনীত হওয়া মার্কেজের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে। ভারত অতীতে দু’বার এই টুর্নামেন্টটি জিতেছে।
সম্ভাব্যদের তালিকা ঘোষণা করে মার্কেজ বলেন, ‘‘আমরা আমাদের প্রথম প্রস্তুতি শিবির নিয়ে খুবই উত্তেজিত এবং আমি জানি খেলোয়াড়দের ক্ষেত্রেও এটা হবে। আমরা দু’টি ভিন্ন দলের মুখোমুখি হব এবং র্যাঙ্কিং খুব গুরুত্বপূর্ণ নয়। খেলোয়াড়দের সঠিক কম্বিনেশন খুঁজে বের করার জন্য আমাদের সবাইকে একই দিকে একসঙ্গে কাজ করতে হবে এবং তাদের প্রস্তুতি খুব ভাল হবে, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত।’’
“আমি জানি আমরা সবাই প্রাক-মরসুমে আমাদের সামনে যে চমৎকার চ্যালেঞ্জ এসেছে তা কাজে লাগাব। জাতীয় দলের জার্সি পরা একটি বড় সম্মান এবং আমাদের সমস্ত ভক্তদের জন্য এটি করে দেখাতে হবে।”
সম্ভাব্যদের তালিকা:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, প্রভসুখন সিং গিল।
ডিফেন্ডার: নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেনসানা সিং কনশাম, রোশন সিং নওরেম, আনোয়ার আলি, জয় গুপ্তা, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং, নন্দকুমার সেকার, নাওরেম মহেশ সিং, ইয়াসির মহম্মদ, লালেংমাওইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লালথাঙ্গা খাওলহরিং।
ফরোয়ার্ড: কিয়ান নাসিরি গিরি, এডমন্ড লালরিন্দিকা, মনভীর সিং, লিস্টন কোলাসো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার