Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলমালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিলেন মানোলো মার্কেজ

মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিলেন মানোলো মার্কেজ

অলস্পোর্ট ডেস্ক: মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ জন সম্ভাব্য ফুটবলারের তালিকা প্রকাশ করলেন দলের প্রধান কোচ মানোলো মার্কেজ। হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে ১৮ নভেম্বর। ১১ নভেম্বর থেকে হায়দরাবাদে এই দলের প্রস্তুতি শিবির শুরু হবে।

বিশ্বকাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গেলেও আগামী এশিয়ান কাপে ভারতের খেলার সম্ভাবনা এখনও যথেষ্ট রয়েছে। সেই পরীক্ষায় ওতরাতে হবে আগামী বছর মার্চ মাসে, এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে। তার প্রস্তুতির জন্য যে তিনটি আন্তর্জাতিক উইন্ডো রয়েছে, তার তৃতীয়টিতে হবে এই ম্যাচ।

স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর যে তিনটি ম্যাচ হয়েছে, তার মধ্যে একটিও জিততে পারেনি ভারত। সেপ্টেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর ঠিক আগে দেশের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে তিন গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যায়। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। গত মাসে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। গত বছর নভেম্বরের পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল।

এই আন্তর্জাতিক উইন্ডোর জন্য ইন্ডিয়ান সুপার লিগ ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ থাকবে। ১০ নভেম্বর ওডিশা এফসি ও মোহনবাগান এসজি-র মধ্যে ম্যাচের পর ফের পাঞ্জাব এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে ম্যাচ হবে ২৩ নভেম্বর।

মার্কেজের ঘোষণা করা দলে কলকাতার ক্লাবের আটজন ফুটবলার রয়েছেন। তবে এই ম্যাচের জন্য সম্ভাব্য দলে নেই মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস।

২৬ জনের তালিকায় রয়েছেন,

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কয়েথ।

ডিফেন্ডার: আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিং, হমিংথানমাউইয়া রালতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকসন সিং, জিথিন এমএস, লালেংমাউইয়া রালতে (আপুইয়া), লিস্টন কোলাসো, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহনন।

ফরোয়ার্ড: এডমন্ড লালরিনডিকা, ইরফান ইয়াডওয়াড, ফারুখ চৌধুরি, লালিয়ানজুয়ালা ছাঙতে, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments