Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৬ জনের ভারতীয় ফুটবল দল ঘোষণা

ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৬ জনের ভারতীয় ফুটবল দল ঘোষণা

অলস্পোর্ট ডেস্ক: ভিয়েতনামে আসন্ন ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করলেন ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ মানোলো মার্কেজ। এই টুর্নামেন্টটি হবে অক্টোবরে।

নাম ডিন-এ থিয়েন ট্রুয়ং স্টেডিয়ামে ভারতীয় দল আয়োজক ভিয়েতনাম ও লেবাননের মুখোমুখি হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর। ২৩ সদস্যের চূড়ান্ত তালিকা দল ভিয়েতনাম যাত্রা করার আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

মোহনবাগান এসজি-র সাতজন ফুটবলার এই দলে আছেন। ইস্টবেঙ্গলের তিনজন ফুটবলারকে রাখা হয়েছে এই দলে।

২৬ জনের দল-

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ।

ডিফেন্ডার: নিখিল পুজারী, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, আকাশ সাঙ্গওয়ান, শুভাশিস বোস, আশিস রাই, মেহতাব সিং, রোশন সিং নাওরেম।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, লালরিনলিয়ানা হ্নামতে, জিকসন সিং, নন্দকুমার শেকর, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, আপুইয়া, লালিয়ানজুয়ালা ছাঙতে

ফরোয়ার্ড: এডমন্ড লালরিনডিকা, ফারুখ চৌধুরি, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, রহিম আলি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments