Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলমেসিকে নিজের ক্লাবে আনার চেষ্টা করবেন মার্তিনেস

মেসিকে নিজের ক্লাবে আনার চেষ্টা করবেন মার্তিনেস

অলস্পোর্ট ডেস্কঃ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমণি মেসি হলেও আর এক নায়ক ছিলেন মার্তিনেস। সেই মার্তিনেস এ বার মেসিকে নিজের ক্লাবে নিয়ে আসার শপথ করলেন। প্রয়োজনে নিজের বেতন কমিয়ে দেবেন তিনি।

প্যারিস সঁ জরমঁর সঙ্গে মেসির সম্পর্ক প্রায় তলানিতে। তিনি খেলতে নামলে সমর্থকরা বিদ্রুপ করছেন। ক্লাব কর্তাদের সঙ্গেও বিবাদ হচ্ছে লিওর। তাঁর বাবা ও এজেন্ট জর্জে জানিয়ে দিয়েছেন, এই মরসুমের পরে আর প্যারিসের ক্লাবে খেলবেন না মেসি। তার পরেই মেসিকে অ্যাস্টন ভিলায় আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মার্তিনেস।

সংবাদমাধ্যমে মার্তিনেস বলেছেন, ‘‘যদি পিএসজি সমর্থকরা লিওকে শিস দেয়, বিদ্রুপ করে তা হলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি ওর পছন্দের খাবার রান্না করব। সমর্থকদের বলব, লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে। দরকার পড়লে নিজের বেতনও কমিয়ে দেব।’’

কাতার বিশ্বকাপে মেসির কাছে অনেক কিছু শিখেছেন মার্তিনেস। সেই শিক্ষা তাঁর খেলা আরও উন্নত করেছে বলে জানিয়েছেন তিনি। মার্তিনেস বলেছেন, ‘‘বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হল কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা। বিশ্বকাপে এমনিতেই প্রচণ্ড চাপ থাকে। সেই পরিস্থিতিতে আরও বেশি চাপ নিলে সমস্যা হয়। কিন্তু এ বার আমি স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম বলেই সাফল্য পেয়েছি।’’

ইতিমধ্যেই মেসিকে নিতে ঝাঁপিয়েছে বেশ কয়েকটি ক্লাব। তালিকায় সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শুরু করে মেজর সকার লিগের ক্লাব আল মায়ামি রয়েছে। তবে মেসি কোন ক্লাবে যাবেন, তা এখনও নিশ্চিত নয়। তার মধ্যেই এ বার মার্তিনেস মেসিকে নিজের ক্লাবে আনার শপথ করলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments