অলস্পোর্ট ডেস্ক: সিএসজেসি-জেএসডব্লিউ সিমেন্ট মিডিয়া ফুটবলের শেষদিন জমে উঠল মহিলা সাংবাদিকদের ফুটবল ম্যাচ ঘিরে, যা ক্লাবের ইতিহাসে এই প্রথম। হলুদ বনাম নীলের লড়াইয়ে সাডেন ডেথে জয় তুলে নিল হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারেও ম্যাচ গোলশূন্য থাকে। ম্যাচের একমাত্র গোলটি করলেন সম্পূর্ণা চক্রবর্তী।
প্রিন্ট মিডিয়া বিভাগে দিনদর্পণকে হারিয়ে চ্যাম্পিয়ন হল জাগো বাংলা। ইলেকট্রনিক ও ওয়েব মিডিয়া বিভাগে চ্যাম্পিয়ন স্পোর্টস লাইট মিডিয়া। তারা ফাইনালে হারাল বিশ্ববাংলা সংবাদকে। এই বিভাগে টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেন রেভ স্পোর্টসের রাহুল গিরি। ফাইনালের সেরা স্পোর্টল লাইটের উত্তম পাল।
অন্যদিকে প্রিন্ট মিডিয়ায় ম্যাচের সেরা হয়েছেন জাগো বাংলার দীপ সাহা। টুর্নামেন্টের সেরার পুরস্কারও পেয়েছেন জাগো বাংলারই সৌরভ শীল। ফেয়ার প্লে ট্রফি জিতেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং টিভি নাইন।
সেরাদের উৎসাহ দিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ এমন সুন্দর একটি টুর্নামেন্ট করার জন্য। খেলার প্রসারে ক্রীড়া সাংবাদিকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।’
চ্যাম্পিয়ন এবং রানার্স টিমের হাতে ট্রফি তুলে দেন সদ্য বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করা কোচ সঞ্জয় সেন। ছিলেন ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক, দীপেন্দু বিশ্বাস, আইএফএর সচিব অনির্বাণ দত্ত-সহ আরও অনেক বিশিষ্টরা। সঞ্জয় সেনকে বিশেষ মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় সিএসজেসির পক্ষ থেকে। সঞ্জয় সেন বলে গেলেন, ‘বাংলার খেলাকে এগিয়ে নিয়ে যেতে মিডিয়াকেও বড় দায়িত্ব নিতে হবে। শুধু বড় টিমের খবর নয়, সব খেলাকে তুলে ধরতে হবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার