অলস্পোর্ট ডেস্কঃ সম্প্রতি আর্জেন্তিনা দলের সঙ্গে চিন সফরে গিয়েছেন মেসি । তাঁকে ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল দেখার মতন। এই চিন সফরেই লিওনেল মেসির সঙ্গে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।পাসপোর্ট সমস্যায় পড়তে হল তারকাকে। আর তার জেরে চিনের বেজিং বিমানবন্দরে দুই ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হল লিওনেল মেসিকে!
চিন সফরে এসেছে আর্জেন্তিনা। আর এশিয়ার এই দেশে পা দিয়েই তাঁর সঙ্গে ঘটে গিয়েছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেজিং বিমানবন্দরে মেসির পাসপোর্ট নিয়ে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। যার জেরেই এই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তারকাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। ম্যাচটি খেলা হবে চিনের রাজধানী বেজিংয়ে।
প্রসঙ্গত এই মুহূর্তে তাঁর নয়া ট্রান্সফার নিয়ে খবরের শিরোনামে রয়েছেন লিওনেল মেসি। কয়েকদিন আগেই আর্জেন্তিনার হয়ে কাতার বিশ্বকাপের ট্রফি জয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজির। তারপরেই তিনি জানিয়েছেন তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনা নয় বরং তিনি মেজর লিগ সকারে খেলবেন। সেখানে প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রসঙ্গত সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, ব্যক্তিগত দেহরক্ষী এবং কয়েকজন বন্ধুকে প্রাইভেট জেটে নিয়ে বেজিংয়ে এসেছেন মেসি। তারপরই তাঁকে আটকায় চিনের বর্ডার কন্ট্রোল পুলিশ। তবে এর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
একটি সূত্র মারফত খবর আর্জেন্তিনা জাতীয় দলের হয়ে চিনে খেলতে এসেছেন মেসি। তবে তাঁর কাছে ছিল নাকি স্প্যানিশ পাসপোর্ট! আর এখানেই বাঁধে বিপত্তি। মেসিকে ঘিরে রেখে সেই সময়ে নিরাপত্তার দিকটি সামলান একাধিক পুলিশ আধিকারিক। অবশেষে পাসপোর্ট নিয়ে সমস্যা দুই ঘন্টা পর মিটে যায়। পাশাপাশি মেসিকে ভিসা দেওয়া হয় এরপরেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার