অলস্পোর্ট ডেস্ক: দাপটের সঙ্গে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু করে দিল মহমেডান এসসি। গত মরসুমে যেখানে শেষ করেছিল সাদা-কালো ব্রিগেড, সেখান থেকেই নতুন মরসুম শুরু করে দিল। গতবারের চ্যাম্পিয়নরা উয়াড়িকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার বার্তা দিয়ে রাখল লিগের সব বড় নামদের। এদিন সন্ধেয় উদ্বোধনী অনুষ্ঠানের পর ম্যাচ শুরু হয়। এদিনের পুরো অনুষ্ঠান ও ম্যাচ ছিল কিশোরভারতী স্টেডিয়ামে। এর পর অবশ্য ম্যাচ চলে যাবে জেলায় জেলায় এবং ক্লাব মাঠে।
এদিন জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের বোধন হয় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। অনুষ্ঠানে গায়ক-সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় ও বিট ব্রেকারের পারফরম্যান্সে জমে ওঠে উদ্বোধন। ছিল লেসার শো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত-সহ বাংলার ফুটবলের কর্মকর্তারা।
এদিন প্রথমার্ধে একটিই গোল করতে পেরেছিল মহমেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে উয়াড়িকে উড়িয়ে ম্যাচ জিতে নেয় মহমেডান। ম্যাচের ৩২ মিনিটে মহমেডানের হয়ে গোলের খাতা খোলেন সজল বাগ। ১-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে সাদা-কালো ব্রিগেড। ড্রেসিংরুমে কোচ কী পেপ-টক দিলেন যে দ্বিতীয়ার্ধে আর তাদের সামনে কেউ দাঁড়াতেই পারল না। উয়াড়িকে দেখে বোঝা গেল, এখনও দলের মধ্যের বোঝাপড়া সঠিকভাবে তৈরি হয়নি। আরও অনুশীলন করতে হবে। প্রথমার্দে যেখানে থেমেছিলেন দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করেন সজল। ৫৬ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মহামেডান স্পোর্টিং ক্লাবের সজল বাগ।
এর পর ম্যাচ পুরো মহমেডানের দখলে চলে আসে। ৬৬ মিনিটে ৩-০ করেন অ্যাশলে। এর ঠিক ১০ মিনিটের মাথায় থকচোম আদিসন সিং ৪-০ করেন। তখনও আরও দুই গোল বাকি ছিল। ৭৯ ও ৮৬ মিনিটে পর পর গোল করে দলের ৬-০ গোলে জয় নিশ্চিত করেন লালথানকিমা। তবে এই মহমেডান জানান দিয়ে গেল, এটা সবে শুরু। এখনও পুরো লিগ পড়ে রয়েছে। ইতিমধ্যেই আইএসএল-এ নাম লিখিয়ে ফেলেছে কলকাতার তৃতীয় প্রধান। তার আগে কলকাতা লিগই বড় মঞ্চে নামার আগে নিজেদের মেপে নেওয়ার সঠিক মঞ্চ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার