অলস্পোর্ট ডেস্ক: আই লিগ থেকে আইএসএল-এ উত্থানের সময় মহামেডান এসসির মূল এবং একমাত্র স্পনসর ছিল বাঙ্কার হিল। আইএসএল-এর ছাড়পত্র পাওয়ার পর স্পনসরের সঙ্গে সাময়িক সমস্যা দেখা দিলেও পরবর্তী সময়ে তা মিটিয়ে এক সঙ্গে চলার পথেই হাঁটে দুই পক্ষ। তৈরি হয় আইএসএল-এর দল। যেখানে আই লিগের বেশিরভাগ প্লেয়ারকেই ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কারও কারও সঙ্গে দু’বছরের চুক্তিও হয়। এর পর আসরে আসে শ্রাচী গ্ৰুপ। সব ঠিকই চলছিল, সমস্যার শুরু মহমেডানের খারাপ পারফর্মেন্স দিয়ে।
এর মধ্যেই সোমবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হল। কমিটি থেকে বাদ দেওয়া হল প্রাক্তন ফুটবলার রহিম নবি ও শেখ আজিমকে। ক্লাবের পক্ষ থেকে জানানো হল, কমিটিতে থাকলেও এই দু’জনের ক্লাবে কোনও ভূমিকা নেই, তাই তাঁদের সরানো হল। দু’জনকে সরিয়ে তিনজনকে কমিটিতে আনা হল। তার মধ্যে অন্যতম শ্রাচী গ্ৰুপের দুই কর্তা। রাহুল টোডিকে সহসভাপতির পদে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের মিটিংয়ে। আর এক জন তমাল ঘোষালকেও আনা হল কমিটিতে। এছাড়া গুরুত্বপূর্ণ সংযোজন প্রাক্তন ফুটবলার কোচ সাব্বির আলি।
ক্লাবের পক্ষ থেকে সভাপতি আমিরুদ্দিন ববি দাবি করেন, কোনও সমস্যা নেই, দুই পক্ষের মধ্যে যোগাযোগের অভাবের কারণেই কিছু বক্তব্য বা বিষয় সামনে এসেছে আর সেটা মেটাতেই আসরে নেমেছে ক্লাব। তিনি বলেন, “দুই পক্ষেরই সমান শেয়ার রয়েছে (৩০.৫ শতাংশ করে), তাদের মধ্যে যোগাযোগের অভাবের কারণে মতো বিরোধ দেখা দিয়েছে। কোথায় সমস্যা হচ্ছে, কোথায় আটকাচ্ছে সেটা নিয়ে এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা হবে।” মহামেডান ক্লাবের কাছে রয়েছে ৩৯ শতাংশ শেয়ার।
পাশাপাশি দলের পারফর্মেন্সের দিকে তাকিয়ে দলে যে পরিবর্তন আনা হবে সেটাও নিশ্চিত করেছেন তিনি। বলেন, “বাঙ্কার হিল এই বিদেশি প্লেয়ারদের নিয়েছিল, ওরাই দল তৈরি করেছিল। পরের উইন্ডোতে কিছু প্লেয়ার পরিবর্তন হবে তবে সেটা বিদেশি নেওয়া হবে না দেশীয় সেটা সর্বসম্মতিক্রমে নেওয়া হবে। “
তিনি এর সঙ্গে যোগ করেন, “আইএসএল-এ যোগ দেওয়ার পর শ্রাচী আসে। পাশাপাশি বাঙ্কার হিল কলকাতার নয়। সব মিলে যে যোগাযোগের অভাব তৈরি হয়েছে সেটাই মেটাতে হবে। সে কারণেই আমরা আজকে এক্সিকিউটিভ কমিটিতে কিছু পরিবর্তন করেছি।”
এদিকে দুই স্পনসরের যে মতো বিরোধ তা কতটা মেটাতে পারবে ক্লাব কর্তৃপক্ষ সেটা সময়ই বলবে। তবে ইতিমধ্যেই একে অপরকে মামলার হুমকিও দিয়ে রেখেছে। সেটা শোনা গেল ক্লাব সভাপতির গলায়ও। তবে সেই পথে না হেঁটে যদি তার আগেই সব সমস্যা মিটিয়ে একসঙ্গে চলা যায়, সেই চেষ্টাই করছেন ইসতিয়াক আহমেদ, কামারউদ্দিনরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার