Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলড্র ম্যাচে খুশি মহমেডান, ওড়িশার পারফর্মেন্সে হতাশ কোচ লোবেরা

ড্র ম্যাচে খুশি মহমেডান, ওড়িশার পারফর্মেন্সে হতাশ কোচ লোবেরা

অলস্পোর্ট ডেস্ক: ওডিশা এফসি-র ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে দিয়েগো মরিসিওদের কোনও গোল করতে না দিয়ে ড্র করায় খুশি মহমেডান এসসি-র নবনিযুক্ত হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। অন্যদিকে, এই ফলে বেশ হতাশ ওডিশার হেড কোচ সের্খিও লোবেরা।

প্রথম লিগের ম্যাচে যে ভাবে ওডিশার আক্রমণ বিভাগকে আটকে রেখেছিল মহমেডান, শুক্রবারও কার্যত সেই একই ছকে কৌশলী স্প্যানিশ কোচ সের্খিও লোবেরার দলকে আটকে রাখেন জুডিকা, অজিয়ে, সাজাদরা। বরাবরের মতো প্রচুর গোলের সুযোগও তৈরি করে মহমেডান এসসি। কিন্তু সেগুলিকে গোলে পরিণত করতে পারেননি ফ্রাঙ্কা, গোমেজরা।

তবে দলের এই পারফরম্যান্সে খুশি মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। টানা পাঁচটি ম্যাচে হারার পর এ দিন এক পয়েন্ট অর্জন করে তিনি সাংবাদিকদের বলেন, “অসাধারণ পারফরম্যান্স হয়েছে আমাদের। দলের প্রত্যেকে আজ ভাল খেলেছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি করেছি আমরা। রক্ষণেও যথেষ্ট ভাল খেলেছে আমাদের ছেলেরা। আজ দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তার প্রশংসা করতেই হবে”।

এ দিন ঘরের মাঠে ওডিশা এফসি যেখানে ৬টির বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি এবং তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি, সেখানে মহমেডান ১২টি গোলের সুযোগ তৈরি করে, কিন্তু মাত্র দু’টি শট লক্ষ্যে রাখে। দিয়েগো মরিসিওরা যেমন বেশি সুযোগই পাননি, সেখানে ফ্রাঙ্কারা এক ঝাঁক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

এই ড্র নিয়ে ওডিশা কোচ লোবেরা বলেন, “শুধু আমাদের ফিনিশিং ভাল হয়নি, তা নয়। আজ আমরা ভাল খেলতে পারিনি, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে পারিনি। প্রতিপক্ষকে প্রচুর গোলের সুযোগ তৈরি করতে দিয়েছি আমরা। কঠিন ম্যাচ ছিল। আমি হতাশ, সমর্থকদের সামনে এ রকম পারফরম্যান্সের জন্য”।

এই ড্রয়ের ফলে ওডিশা এফসি-র প্লে-অফের রাস্তা বেশ কঠিন হয়ে গেল। তাদের আর একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে জিতলেও তারা ৩৩ পয়েন্টের ওপরে উঠতে পারবে না। যদি মুম্বই সিটি এফসি তাদের শেষ তিন ম্যাচে ও নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের দুই ম্যাচে কোনও পয়েন্ট না পায়, একমাত্র তা হলেই প্লে-অফে খেলার সুযোগ পেতে পারে ওডিশা।

তবে সেই সম্ভাবনা যে বেশ কমই দেখছেন, তা লোবেরার কথাতেই স্পষ্ট। তিনি বলেন, “আমাদের বাস্তবটা মেনে নিতেই হবে। আমার মনে হয় প্লে-অফে যাওয়া এখন বেশ কঠিন। সত্যি বলতে, আমাদের এটা প্রাপ্যও নয়”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments