অলস্পোর্ট ডেস্ক: লড়াইটা প্রথম তিনে থাকা একটি দলের সঙ্গে শেষ তিনে থাকা একটি দলের। তাই অনেকে মহমেডান এসসি ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর লড়াই বলতে পারেন। কিন্তু ফুটবলে কখন যে কী হয়. বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে, তা আগাম বলার ঝুঁকি কেউ নিতে চান না। তাই বুধবার ঘরের মাঠে মহমেডান কোনও অঘটন ঘটালে অবাক হবেন না।
সাতটি ম্যাচে মাত্র তিনটি গোল করে ও ১১টি গোল খেয়ে মহমেডান লিগ টেবলের একেবারে নীচের দিকে রয়েছে ঠিকই। বেঙ্গালুরু এফসি আটটি ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে, এটাও ভুল নয়। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে গত দু’টি ম্যাচে জয়ের মুখ দেখেনি সুনীল ছেত্রীর দল। কোচিতে গিয়ে চলতি লিগের পঞ্চম জয়ের পর গোয়ায় তারা তিন গোলে হারে ও ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ ড্র করে।
এই দুই দলই যদিও সেরা পাঁচের মধ্যে রয়েছে। তবে মহমেডানের শুরুর দিকের লড়াইয়ের কথা কারও মনে থাকলে বুধবারের ম্যাচে নিশ্চয়ই সাদা-কালো বাহিনীকে বোধহয় সহজেই উড়িয়ে দেওয়া যাবে না। এ বারেই প্রথম আইএসএলে খেলা মহমেডান এসসি শুরুটা বেশ আশা জাগিয়ে করেছিল। একটি ম্যাচে জয় ও একটিতে ড্র তাদের তিন ম্যাচেই চার পয়েন্ট এনে দেয়।
কিন্তু গত চার ম্যাচে যে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে তারা, তা বোধহয় তাদের আসল চেহারা নয়। প্রথম তিন ম্যাচে চার পয়েন্ট পাওয়ার পর তিন ম্যাচে যে ভাবে ন’গোল খায় সাদা-কালো ব্রিগেড, তা যেমন প্রত্যাশিত ছিল না, তেমনই তাদের শেষ ম্যাচে ন’জনে খেলা ইস্টবেঙ্গলকে হারানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে যে ভাবে ব্যর্থ হয় তারা, তাও ছিল অভাবনীয়।
মঙ্গলবার, ম্যাচের আগের দিন সাংবাদিকদের চেরনিশভ বলেন, “বেঙ্গালুরু দারুন দল, কিন্তু আমাদের তো ওদের বিরুদ্ধে খেলতেই হবে। আমাদের খেলা নিয়ে আরও সিরিয়াস হতে হবে। সর্বশক্তি দিয়ে খেলতে হবে আমাদের। এফসি গোয়ার বিরুদ্ধে যে রকম খেলেছিলাম, এই ম্যাচে আমাদের সে রকম বা তার চেয়েও ভাল খেলতে হবে। সেই স্টাইলে ফিরে যেতে হবে। এ রকম দলের বিরুদ্ধে খেলতে নামলে প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন”।
প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি আপাতত লিগ টেবলের দুই নম্বরে, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে তাদের গোলপার্থক্যের তফাৎ। এমন শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে মহমেডান কোচ বলেন, “আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছি আমরা। ওরা সত্যিই খুব শক্তিশালী এবং ভাল দল। নিখুঁত ভাবে মরশুম শুরু করেছে ওরা। এখন ওরা দ্বিতীয় স্থানে রয়েছে। মোহনবাগান এসজি এবং ওদের পয়েন্ট সংখ্যা একই। খেলার স্টাইলের দিক থেকে ওরা সম্ভবত চলতি আইএসএলের সেরা দল। ওদের অনেক ভাল ও অভিজ্ঞ ফুটবলার আছে”।
ভালয়-মন্দয় মেশানো মরশুমে বেঙ্গালুরু এফসি গতবারের থেকে ভাল ফর্মে রয়েছে বলা যায়। গতবার তারা লিগ টেবলে দশ নম্বরে থেকে শেষ করে। সেই দলের দুই বিদেশী আলেকজান্দার জোভানোভিচ ও রায়ান উইলিয়ামস এ বারও রয়েছেন। নতুন চার বিদেশী গতবারের কাপজয়ী মুম্বই সিটি এফসি থেকে জর্জ পেরেইরা দিয়াজ ও আলবার্তো নগুয়েরা ছাড়াও এসেছেন পেদ্রো কাপো ও এডগার মেনদেজ। মুম্বই শিবির থেকে অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকে ফিরে এসেছেন তাঁর পুরনো দলে। পাঞ্জাব এফসি থেকে এসেছেন মোহম্মদ সালাহ। এঁদের নিয়েই এ বার নতুন করে অভিযান শুরু করেছেন কোচ গেরার্দ জারাগোজা।
সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিয়েও ক্লাব ফুটবলে একইরকম ধারালো রয়েছেন। আট ম্যাচে তিনটি করে গোল দিয়ে তিনি ও মেনদেজ আপাতত দলের দুই সর্বোচ্চ গোলদাতা। রায়ান, দিয়াজরা এখন পর্যন্ত একটি করে গোল করেছেন। দলের গোলসংখ্যা খুব একটা বেশি নয়। মোট ১৩ গোল দিয়েছে তারা। তবে সবচেয়ে কম (৬) গোল খেয়েছে তারা। এর কৃতিত্ব যেমন প্রাপ্য গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর (পাঁচটি ক্লিন শিট, ২৯টি সেভ), তেমনই প্রাপ্য ডিফেন্ডারদেরও।
জোভানোভিচ, চিংলেনসানা সিং, ভেকে, নিখিল পূজারী, রোশন সিং নাওরেমরা দুর্দান্ত ফর্মে আছেন। এঁদের তৈরি দুর্ভেদ্য রক্ষণের দেওয়ালে ফাটল ধরিয়ে গোল করতে পারবেন কি না মহমেডানের অ্যালেক্সি গোমেজ, কার্লেস ফ্রাঙ্কা, মির্জালল কাসিমভ, মকান চোঠে-রা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ চার ম্যাচে মাত্র একটি গোল করা মহমেডানের সামনে এই ম্যাচে জোড়া চ্যালেঞ্জ, জয়ে ফেরা ও গোলে ফেরা। এবং দুই-ই বেশ কঠিন।
দলের এক নম্বর গোলকিপার পদম ছেত্রীর চোট রয়েছে। তাই গত ম্যাচে তরুণ গোলকিপার ভাস্কর রায়কে খেলায় মহমেডান। এই ম্যাচে গোলে আর এক তরুণ শুভজিৎ ভট্টাচার্যকে দেখা যেতে পারে। সাংবাদিক বৈঠকে কোচ তাঁকে সঙ্গে করে নিয়ে আসায় এই জল্পনা শুরু হয়েছে।
২২ বছর বয়সী শুভজিৎ বলেন, “আইএসএলে প্রথম খেলার সুযোগ পেলে আমার কাছে তা বড় ব্যাপার হবে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আমরা আগেও খেলেছি। ডুরান্ড কাপে ওদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। ওরা ভাল দল, ভাল ভাল খেলোয়াড় আছে ওদের। তবে আমরাও ভাল দল। কিন্তু আমরা ফল পাচ্ছি না। কোচ আমাদের বলছেন, নিজেদের ওপর আস্থা রাখতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। কাল আমরা পয়েন্ট পাওয়ার মরিয়া চেষ্টা করব”।
ম্যাচ- মহমেডান এসসি বনাম বেঙ্গালুরু এফসি
ভেনু- কিশোরভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
কিক অফ- ২৭ নভেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং- স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ; জিও সিনেমা- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম
(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার