সুচরিতা সেন চৌধুরী: সময়টা ভাল যাচ্ছে না মহমেডানের। অভিষেকেই দারুণ খেলে নজর কেড়ে নিয়েছিল কলকাতার তৃতীয় প্রধান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন মহমেডান এসসি কোচ চেরনিশভ। তাঁর প্রশ্ন, “সবাই শেষ তিন ম্যাচে আমাদের খারাপ পারফর্মেন্সের কথা বলছে, কেউ প্রথম তিন ম্যাচের কথা বলছে না কেন?” সত্যি কথাটা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি, তাঁর দলের আইএসএল খেলার অভিজ্ঞতা নেই, তাঁর প্লেয়াররাও অতটা অভিজ্ঞ নন, তাই সময় দিতে হবে। সেটা এক ম্যাচ হতে পারে, ছয় মাস হতে পারে আবার পুরো মরসুমও হতে পারে। তবে দলের পারফর্মেন্স তাঁর কেরিয়ারে প্রভাব ফেলবে কী ফেলবে না তা নিয়েও চিন্তিত নন তিনি বরং বলছেন, “এটাই তো ফুটবল। একজন কোচকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার কাজ করে যাব, তার পরটা আমার হাতে নেই।”
তবে তিনি মেনে নিচ্ছেন, শনিবার মহমেডান ভারতের বড় ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে। দীর্ঘ খারাপ সময় কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। এই ইস্টবেঙ্গল যে নিজেকে বদলে ফেলেছে মেনে নিচ্ছেন মহমেডান কোচ। বলছিলেন, “ওদের আগে কিছুটা খারাপ সময় কেটেছে। এর পর দলের মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। ওরা ভুটানে জিতেছে। ওখানে ওরা নিজেদের ক্ষমতার প্রদর্শন করেছে।” একইভাবে তাঁরাও যে দলে পরিবর্তন এনেছে সেটাও জানালেন। তিনি বলেন, “আমাদের শেষ ম্যাচগুলো ভাল যায়নি। বিশেষ করে হায়দরাবাদ ম্যাচ। আমরা আমাদের খেলায় অনেক পরিবর্তন এনেছি। আর এখন আমি চাই, আমার ফুটবলাররা তাদের ভাল ফুটবল দেখাক।”
তবে ইস্টবেঙ্গলের মতো মহমেডানের রক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে। কোচ অবশ্য খারাপ পারফর্মেন্সের জন্য পুরো দলকেই দায়ী করছেন। মেনে নিচ্ছেন, রক্ষণে সমস্যা তো রয়েছেই সঙ্গে তার দল গোলও করতে পারেনি। বলছিলেন, “বিষয়টা শুধু রক্ষণের নয়। এটা আক্রমণ থেকেই শুরু হয়। ওরা সঠিক কাজ করতে পারেনি। রক্ষণ তো ভুল করেছেই গোলকিপারও অনেক গোল হজম করেছে। কখনও ব্যক্তিগত স্তরের ভুল আবার কখনও দলগত ভুলের জন্য হারতে হয়েছে। শেষ তিনটি ম্যাচ আমরা খারাপ খেলেছি। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম, তখন ভাল শুরু করেছিলাম, এটাই ফুটবল।”
তবে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়ে দিচ্ছেন, হারতে থাকা দলে অনেক পরিবর্তন এনেছেন তিনি। দল নিয়ে কাজ করেছেন। অনেক কিছু পরিবর্তন করেছেন। হয়তো দলেও পরিবর্তন আনবেন, ইঙ্গিত দিয়ে রাখলেন। তবে যাই হোক, মাঠে দলের খেলায় একাগ্রতা চাইছেন কোচ। পাশাপাশি ইস্টবেঙ্গলকেও সমীহ করছেন মহমেডান কোচ। তিনি বলেন, “ওদের অনেক ভাল প্লেয়ার রয়েছে। ওদের অনেক ভাল ভারতীয় প্লেয়ার রয়েছে। ওদের হাতে অনেক বিকল্প রয়েছে। তাই এক বা দুই নয় ওদের ১১ জনকেই আমাদের আটকাতে হবে।” তিনি এই বিকল্পের কথা বোঝাতে গিয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দল নির্বাচনের উদাহরণও টেনে এনেছেন।
প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের অক্ষমতা স্বীকার করে নিয়েও তিনি জানিয়ে দিচ্ছেন, তাঁর দল এই ম্যাচের জন্য তৈরি। পুরো দলকেই তিনি হাতে পাচ্ছেন, যদি না অনুশীলনে কোনও সমস্যা হয়। শুক্রবার বিকেলে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে প্র্যাকটিস করবে মহমেডান। তাঁর দলের জন্য সবার আগে যে গোল করার ধারাবাহিকতা আনা প্রয়োজন সেটাও তিনি মেনে নিয়েছেন। বলছিলেন, ‘‘ছয় ম্যাচে আমরা মাত্র তিন গোল করেছি, আর এটাই হারের মূল কারণ।’’
কোচের পাশে বসেই সব কথা শান্ত হয়ে শুনছিলেন ফুটবলার গৌরব বোরা। মনে মনে জানেন, তাঁরা ভাল খেলতে পারেননি গত তিন ম্যাচে। মেনে নিয়েই ঘুরে দাঁড়ানোর কথা বলছেন তিনি। কীভাবে ঘুরে দাঁড়াতে পারে তাঁর দল সেই প্রসঙ্গে গৌরব বলেন, ‘‘কাজ করে যেতে হবে। আমরা প্রথম তিন ম্যাচে ভাল খেলেছি, শেষ তিনটি ম্যাচ ভাল যায়নি। আমার মনে হয়, আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। সঙ্গে গোল হজম করা চলবে না আর আমাদের গোল করতে হবে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার