অলস্পোর্ট ডেস্ক: একদিনেই সিদ্ধান্ত বদলের ইঙ্গিত মহামেডান এসসির হেড কোচ আন্দ্রে চেরনিশভের। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তিন মাসের বকেয়ার পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ এনেছিলেন ক্লাব কর্তা থেকে ইনভেস্টরদের বিরুদ্ধে। সেদিনই বাঙ্কার হিলের তরফে দীপক সিং জানিয়েছিলেন, তিনি কোচের সঙ্গে কথা বলে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করবেন। ২৪ ঘণ্টার মধ্যেই নিজের কথা রাখলেন তিনি। বাঙ্কার হিল এবং শ্রাচী গ্ৰুপের তরফে যৌথ প্রেস রিলিজ দিয়ে চেরনিশভের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনার কথা নিশ্চিত করা হল। তবে আপাতত ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন কোচ বলেও জানানো হয়েছেন।
তাদের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়, “আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ মহমেডান স্পোর্টিং ক্লাবে তার ভূমিকা থেকে সরে যাওয়ার পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন। এই ইতিবাচক অগ্রগতি ক্লাবের প্রাথমিক বিনিয়োগকারী শ্রাচী স্পোর্টস এবং বাঙ্কারহিলের সাথে একটি গঠনমূলক এবং আন্তরিক আলোচনার ভিত্তিতে উঠে এসেছে। মূলত বাঙ্কারহিল থেকে দীপক সিং-এর ভূমিকার কারণেই সম্ভব হয়েছে। যা কোচ চেরনিশভকে ক্লাব ছাড়ার বিষয়ে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।”
একই সঙ্গে দুই স্পনসর ও ক্লাবের মধ্যে শেয়ার নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তারও সমাধান হওয়ার কথা জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, “আমরা এটাও জানাতে পেরে আনন্দিত যে বিনিয়োগকারীদের শেয়ার ইস্যু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ক্লাব এবং এর প্রধান বিনিয়োগকারীদের মধ্যে একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে, যা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সাহায্য করবে। সমস্ত পক্ষের আইনি দল এই প্রক্রিয়াটি চূড়ান্ত করতে সক্রিয়ভাবে সহযোগিতা করছে, এবং আমরা নিশ্চিত যে এই সমস্যাটি দ্রুত সমাধান করা হবে৷”
দল এবং এর কর্মীদের বকেয়া পাওনা সম্পর্কে বলা হয়, “আমরা সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করতে চাই যে আমাদের খেলোয়াড়, কর্মী এবং সমর্থকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টির সমাধান করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি যে একবার শেয়ার ইস্যু করার বিষয়টি শেষ মিটে গেলে, আর দেউড়ি না করে বকেয়া পরিশোধ করা হবে।
এর পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সহায়তা কর্মীদের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদেরকে কঠিন সময়ে সঙ্গে থাকার জন্যও অনুরোধ করেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার