অলস্পোর্ট ডেস্ক: মহমেডান এসসির সামনে এটিই ছিল শেষ সুযোগ ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেখানেও বড় ব্যবধানে হারের মুখ দেখতে হল চের্নিশভের ছেলেদের। ১২ ম্যাচে একটি জয়, দুটো ড্র ও ন’টি হারের সঙ্গে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শেষ ১৩ নম্বরে রয়েছে কলকাতার তৃতীয় প্রধান। এই মরসুমেই প্রথম আইএসএল খেলছে সাদা-কালো ব্রিগেড। শুরুটা আশা জাগিয়েই শুরু করেছিল দল। একমাত্র জয়টি এসেছিল অ্যাওয়ে ম্যাচেই। কিন্তু ক্রমশ পারফর্মেন্সের গ্রাফ নিম্নমুখি হতে দেখা গেল। অতীতে কোচ বার বার বলেছেন, “আমরা আই লিগের দল নিয়ে আইএসএল খেলছি, সেখানেই পার্থক্যটা তৈরি হয়ে যাচ্ছে।” রবিবার কেরালা এফসির বিরুদ্ধে ০-৩ গোলে হারতে হল আবার।
তিনি যেমন কিছু ভুল বলেননি তেমনই মহমেডানের অন্দরে কান পাতলে আরও অনেক কথাই শোনা যাচ্ছে। যেমন, বেশ কয়েক মাস হয়ে গিয়েছে প্লেয়াররা তাঁদের প্রাপ্য টাকা পাননি। এমনকি সেই তালিকায় বিদেশরাও রয়েছেন। যার প্রভাব পড়ছে খেলায়। আইএসএল-এর প্রথম বছরই প্রয়োজনীয় টাকার অভাবে ধুঁকছে ক্লাব। ক্লাবের শীর্ষ কর্তাদের সময় এসেছে হাল ধরার। তার মধ্যে দুই স্পনসরের অবনিবনাও রয়েছে। সব মিলে রীতিমতো চাপে মহমেডান।
এদিন ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে রেখেছিল কেরালা ব্লাস্টার্স। যার ফল ম্যাচের তিন মিনিটেই গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। পুরো প্রথমার্ধটা নিজেদের দূর্গ সুরক্ষিত রাখতে সক্ষণ হয়েছিল মহমেডান। অতীতেও বার বার দেখা গিয়েছে, শুরু থেকে দারুণ খেলে শেষ বেলায় গোল হজম করে হারতে। এবারও তেমনটাই নজির রাখলেন সাদা-কালো ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধেও একই খেলা চালিয়ে যেতে পারলে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারত দল।
দ্বিতীয়ার্ধে অবশ্য হিসেবটাই বদলে দিল হোম টিম। ৬২ মিনিটে গোল রক্ষকের ভুলেই প্রথম গোল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। সাদেউর কর্নার বেরিয়ে এসে এক হাতে পাঞ্চ করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন মহমেডান গোলকিপার ভাস্কর। কিন্তু তিনি বলের সঙ্গে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হন। বল তাঁর হাতে লেগে চলে যায় গোলে। তার আগেই একটি দুরন্ত সেভও করেছিলেন তিনি। তার পরেও তাঁর বদান্যতায় বেঁচে যায় মহমেডান। কিন্তু তা যথেষ্ট ছিল না। ৮০ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করে যান সাদিউ। ৯০ মিনিটে শেষ কাজটি করে দেন কোয়েফ। এখান থেকে আর ফেরার কোনও রাস্তা ছিল না মহমেডানের সামনে।
মহমেডান এসসি: ভাস্কর রায়, ভানলালজুদিকা, জোহেরলিয়ানা, ওজির, জোডিংলিয়ানা, অমরজিত, কাসিমোভ, গোমেজ, সাগোলসেম, ফ্রাঙ্কা, বিকাশ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার