অলস্পোর্ট ডেস্ক: দেওয়ালে পিঠ ঠেকেই রয়েছে দলটার। প্রতিভা নেই এমনটাও নয়। কোচ চেরনিশভও চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। অভিষেক মরসুমের শুরু থেকেই কঠিন প্রতপক্ষদের রীতিমতো বেগ দিয়েছে কলকাতার তৃতীয় প্রধান। কিন্তু সব কিছু করেও আশানুরূপ ফল পায়নি মহমেডান এসসি। ১৩ ম্যাচে মাত্র একটি জয়, তিনটি ড্র আর ন’টি হার নিয়ে লিগ টেবলের সবার শেষে জায়গা হয়েছে সাদা-কালো ব্রিগেডের। পয়েন্ট ছয়। তার আগেই এক ম্যাচ কম খেলে সাত পয়েন্টে রয়েছে হায়দরাবাদ এফসি। যারা তাদের ১৩তম ম্যাচ খেলতে নামবে শনিবার ঘরের মাঠে কলকাতার আর এক দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
শুক্রবার ঘরের মাঠে মহমেডানের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর মূল মঞ্চ। এই ম্যাচ থেকে যেভাবেই হোক পয়েন্ট পাওয়াটাই ছিল লক্ষ্য। এদিকে ওড়িশা এফসির সামনে ছিল জিতে লিগ টেবলের পাঁচ নম্বর থেকে সোজা তিনে জায়গা করে নেওয়া। এই অবস্থায় শুরু থেকেই কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহ। গ্যালারি থেক মহমেডান সমর্থকরাও ৯০ মিনিট দলের হয়ে গলা ফাটিয়ে গেলেন। কিন্তু ফল হল না ম্যাচে। তবে পয়েন্ট এল মহমেডানের ঘরে। গোলশূন্য ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে গেল ওড়িশা এফসি। এদিন অসুস্থতার জন্য দলের সঙ্গে ছিলেন না। ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা। সেই সুযো নিতে ব্যর্থ মহমেডান।
প্রথমার্ধে অনেকবেশি আক্রমণ কোনও দলের পক্ষ থেকেই দেখা যায়নি। প্রথমার্ধের শেষে চোটের জন্য ফ্রাঙ্কাকে তুলে নিতে বাধ্য হন মহমডান কোচ। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের প্লেয়ারের সঙ্গে ধাক্কায় মাথায় চোট পান তিনি। তবে পুরো প্রথমার্ধে ওড়িশা বেশি আক্রমণ করলেও পিছিয়ে ছিল না মহমেডানও। দুই দলই ঘর গুছিয়েই আক্রমণে ওঠার পরিকল্পনায় ছিল। তবে অনেকবেশি নিজেদের মধ্যে পাস খেলল ওড়িশা, মহমেডানের দ্বিগুন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য ঝাঁপাতে শুরু করে। ৬০ মিনিট থেকে ম্যাচের রাশ নিজেদের দখলে অনেকটাই নিয়ে নেয় চের্নিশভের ছেলেরা। ভাগ্য খারাপ না হলে ১০ মিনিটের মধ্যেই জোড়া গোলে এগিয়ে যেতে পারত মহমেডান এসসি। কিন্তু দু’বারই বাধা হয়ে দাঁড়াল ক্রসবার। ৬৬ মিনিটের মাথায় অ্যালেক্সিসের শট ক্রসবারে লেগে ফিরল। অমরিন্দর ঝাঁপালেও বলের নাগাল তাঁর কাছে ছিল না। এর পরও যেন সেই ঘটনারই অ্যাকশন রিপ্লে দেখা গেল। অ্যালেক্সিস একাই তিন গোল করতে পারতেন। ম্যাচের সেরাও হলেন তিনি। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার