অলস্পোর্ট ডেস্ক: প্রথম মরসুম হলেও শুরু থেকেই আইএসএল-এ নজর কেড়েছে কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাব। তবে সাফল্যের খুব কাছে গিয়ে বার বার ফিরতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। কোচ চেরনিশভ আগেই বলেছিলেন, প্রতিপক্ষরা সেদিক থেকে দেখতে গেলে তাদের থেকে অনেকবেশি শক্তিশালী। তাদের বিরুদ্ধে মহমেডানকে তুলনামূলক দুর্বল দল নিয়ে খেলতে হচ্ছে। তার মধ্যেই ছেলেরা যেভাবে লড়াই দিচ্ছে তা প্রশংসনীয়। প্রথম বছর হওয়ায় আইএসএল-এর মানের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। এবার ঘরের মাঠে মহমেডানের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।
মহমেডানের হোম গ্রাউন্ড কিশোর ভারতী স্টেডিয়াম। শনিবার সেখানেই এমন প্রতিপক্ষের বিরুদ্ধে তারা নামবে যারা এখনও সঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। শেষ মুহূর্তে স্পনসর পেয়ে দল তৈরি করেছে একঝাঁক বাতিলদের নিয়ে। গত মরসুমেও কোনও বিদেশি ছাড়াই নজর কেড়েছিল এই দল। সেখান থেকে আইএসএল-এ সমানে সমানে লড়াইয়ের মঞ্চ হয়ে উঠতে পারে মহমেডান বনাম হায়দরাবাদ ম্যাচ।
এই মরসুমের মহমেডান তাদের চতুর্থ হোম ম্যাচ খেলতে নামছে। সব মিলে দলের ষষ্ঠ ম্যাচ। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-এর বিপক্ষে অল্পের জন্য হারের পর এই ম্যাচ সাদা-কালো ব্রিগেডের কাছে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। বর্তমানে লিগ তালিকায় ১১তম স্থানে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে নামছে দল। এবং এই ম্যাচেই প্রথম হোম গ্রাউন্ডে জয় নিশ্চিত করতে চাইবে দল।
প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ সাম্প্রতিক প্রশিক্ষণ সেশনে রক্ষণ এবং আক্রমণ উভয় দিককেই শক্তিশালী করার দিকে মনযোগ দিয়েছেন। দল হায়দরাবাদ এফসি চ্যালেঞ্জের জন্য ভালভাবেই প্রস্তুত রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার