Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলমোহনবাগানের ছয় গোল ডার্বির আগে স্টেডিয়ামে বসে দেখলেন কুয়াদ্রাত

মোহনবাগানের ছয় গোল ডার্বির আগে স্টেডিয়ামে বসে দেখলেন কুয়াদ্রাত

সুচরিতা সেন চৌধুরী: ডুরান্ড কাপ ২০২৪-এর প্রথমে ম্যাচে ঠিক যতটা নড়বড়ে ছিল মোহনবাগান দ্বিতীয় ম্যাচে ঠিক ততটাই দাপট দেখাল। বৃহস্পতিবার যুবভারতী ক্রিড়াঙ্গনে ইন্ডিয়ান এয়ারফোর্সের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলালেন নবাগত কোচ মোলিনা। যার জেড়ে মাত্র দুই ডিফেন্ডার নিয়েই দল সাজিয়েছিলেন তিনি। বাকি কাজ করল তাঁর মাাঝমাঠ। গোলের নিচে প্রথমার্দে বিশাল কাইথকে কিছুই করতে হল না। পুরো খেলাটাই হল বিমান বাহিনীর বক্সে। যার ফল প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জেসন কামিন্স। এর পর ২-০ করলেন টম আলড্রেড। সুহেল বাট হেড বাঁচিয়ে দিয়েছিলেন এয়ার ফোর্সের বাঙালি গোলকিপার শুভজিত বোস। কিন্তু তা দখলে রাখতে পারেননি। সেই ফিরতি বলেই টম আলড্রেডের শট চলে যায় গোলে। পর পর গোল তুলে নিয়ে মোলিনার দল আত্মবিশ্বাসও বাড়িয়ে নেয়। তাঁর আগমনে যে মোহনবাগানের মেজাজটাই বদলে গিয়েছে তা প্রমান হয়ে গেল ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেই।

ডুরান্ডের প্রথম ম্যাচে ডাউনটাউনের বিরুদ্ধে কোনও রকমে ১-০ গোলে জয় এসেছিল মোহনবাগানের। মাঝে মাত্র দুই সপ্তাহের পার্থক্য। পুরো দলটাই বদলে গেল বাস্তবের হা থেকে মোলিনার হাতে এসে। সঙ্গে অবশ্য যোগ দিলেন দলের বিদেশিরা। যা এই বদলে যাওয়ার পিছনে অনেক বড় ভূমিকা নিল। ৩৮ মিনিটে লিস্টন কোলাসো ৩-০ করলেন সাহালের পাস থেকে। প্রথমার্ধ এখানেই শেষ হয়ে যেত। গোলের সংখ্যা আরও বাড়তে পারত, বেশ কিছু মিসও হল।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের সংখ্যা দ্বিগুন হল, সঙ্গে মিসের সংখ্যাও বাড়ল। ৬৫ মিনিটে লিস্টনের পাস থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকেই গোলে শট নিলেন অনিরুদ্ধ থাপা। সেই শট গোল চিনতে ভুল করেনি। এর পর দলের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করে গেলেন জেসন কামিন্স। মোহনবাগানের হয়ে এদিন গোলের শুরুটা করে দিয়েছিলেন কামিন্স, দ্বিতীয়ার্ধেও অবদান রাখলেন। শেষ গোল এল নবাগত বিদেশি স্টুয়ার্টের পা থেকে। যতটুকু সময় খেললেন নজর কেড়ে নিলেন। এর পর এই দলে যোগ দেবেন দিমিত্রি পেত্রাতোস। তার পর যে আরও দাপট বাড়বে তা নিয়ে কোনও সংশয় নেই।

১৮ অগস্ট ডুরান্ড কাপের ডার্বি। তার আগে চিরশত্রু প্রতিপক্ষকে স্টেডিয়ামে বসে মেপে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। যা খুব স্বস্তির নয়। বড় ম্যাচ সহজ হবে না নিশ্চই এই ম্যাচ থেকেই বুঝে গিয়েছেন তিনি।

মোহনবাগান: বিশাল কাইথ, থমাস আলড্রেড (আলবার্তো রডরিগেজ), শুভাশিস বোস, দীপক টাংরি, মনবীর সিং (জেমস স্টুয়ার্ট), অভিষেক সূযর্বংশী, লিস্টন কোলাসো (আশিক কুরুনিয়ান), সাহাল আব্দুল সামাদ, রালতে, সুহেল ভাট, জেসন কামিন্স।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments