অলস্পোর্ট ডেস্ক: সময়টা সত্যিই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। বিশেষ করে যখন মোহনবাগান প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে তখন তো একদমই ভাল যাচ্ছে না। বড়দের পর এবার ছোটদের ডার্বিতেও হারের মুখ দেখতে হল ইস্টবেঙ্গলকে তাও বড় ব্যবধানে। অল্পের জন্য ৫-০-এর হাত থেকে বাঁচল বিনো জর্জের ইস্টবেঙ্গল। প্রথম দিন থেকেই দলের চোটদের খেলা দেখতে ব্যারাকপুর স্টেডিয়ামে ছুটে গিয়েছেন সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। কারণ এই দল থেকে বেশ কয়েকজনকে আইএসএল-এ খেলিয়েছেন তিনি। কিন্তু কেউই ভরসা দিতে পারেননি। এদিনও ছোটদের ডার্বি ঘিরে ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত তা ধরে রাখল মোহনবাগানই ৫-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে।
গত ১০ মার্চ আইএসএল ২০২৩-২৪-এর ফিরতি লেগের ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেও মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেখানেও পাঁচ গোলের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু এদিন তা সুদে-আসলে উসুল করে নিল সবুজ-মেরুনের ছোটরা। এদিন শুরু থেকেই ম্যাচের দখল নিয়ে নিয়ছিল মোহনবাগান। আরএফডিএল-এর ডার্বিতে ধারে-ভারে বেশ কিছুটা এগিয়ে ছিল মোহনবাগানই। যার সুযোগ পুরোপুরি নিল তারা।
এদিন মোহনবাগানের হয়ে গোল করেন শিবাজিত, টাইসন, সুহেল ও দীপেন্দু। সুহেলের পা থেকে আসে জোড়া গোল। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন আমন সিকে। ম্যাচের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন শিবাজিত। ঠিক হাফটাইম আগে দ্বিতীয গোল করেন টাইসন। মোহনবাগান প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে মনে করা হয়েছিল ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল। কিন্তু হল উল্টোটাই। আরও গুটিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে বসল। দ্বিতীয়ার্ধের শুরুতে সুহেলের হেডে ৩-০ করে মোহনবাগান। চতুর্থ গোলও তাঁর। আবারও সুহেল, আবারও সেই মাপা গোলার মতো হেডার। ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৫-০ স্বপ্ন দেখতে শুরু করেন মোহনবাগান সমর্থকরা। আর সেই স্বপ্ন সফল করে দেন দীপেন্দু। ৫-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
অতিরিক্ত সময়ে একগোল করে ইস্টবেঙ্গল। না হলে ১৯৭৫-এর ৫-০ গোলের বদলা এদিনই নিয়ে নিত মোহনবাগানের ছোটরা। ৯৮+৮মিনিটে মোহনবাগানের সেই স্বপ্নে জল ঢেলে দেন অমন সিক। কিন্তু তাতে তাদের কোনও লাভ হল না। ১-৫ গোলে হেরে যেতে হল ইস্টবঙ্গলকে। হারের পর কান্নায় ভেঙে পড়েন ইস্টবেঙ্গলের গোলকিপার রণিত। তঁকে স্বান্তনা দিতে ছুটে যান মোহনবাগান কোচ। তবে এই হার থেকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সময় লাগবে ইস্টবেঙ্গলের ছোটদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার