সুচরিতা সেন চৌধুরী: ছুটি কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে পুরো মোহনবাগান টিম। অনুশীলনও করছে বেশ কয়েকদিন ধরেই। সাধারণত অনুশীলন ১৫ মিনিটের বেশি দেখতে দেওয়া হয় না। কিন্তু আবার আইএসএল যাত্রা শুরু করার আগে একদিন পুরো সময়ই অনুশীলন দেখার অনুমতিও দিয়েছিলেন হোসে মোলিনা। ততদিনে ফিরে এসেছেন দলের দেশি, বিদেশি ফুটবলাররা। এই মরসুমে এখনও ফর্মে না থাকা দলের অন্যতম তারকা দিমিত্রি পেত্রাতোস লুক বদলে যোগ দিয়েছেন দলে। প্রথম থেকেই এবার এই প্রশ্নটা ঘুরছে কবে ফর্মে ফিরবেন দিমি? কোচ অবশ্য আত্মবিশ্বাসী। আর সেই সুরেই বলছেন, “একটা গোল পাওয়ার অপেক্ষা।”
ঠিক যেভাবে দিমির ফর্ম তাঁকে ভাবাচ্ছে না তেমনই চিন্তিত নন দলের চোট-আঘাত, কার্ড সমস্যা নিয়েও। বলছেন, “আমি মোহনবাগান কোচ। বিকল্প নিয়ে আমাকে ভাবতে হয় না। একজন না থাকলে আরও অনেক বিকল্প রয়েছে। এটা ঠিক আমাদের কিছু চোট রয়েছে। আবার কয়েকজন প্লেয়ার জাতীয় দল থেকে ফিরেছে। কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা আত্মবিশ্বাসী, প্লেয়াররা ভাল করছে। আমি চোট নিয়ে ভাবছি না। প্লেয়াররা জামশেদপুর ম্যাচের জন্য তৈরি। চোট খেলার অঙ্গ। আশা করছি কালকের ম্যাচ ভাল হবে।”
জামশেদপুর খুব ভাল জায়গায় নেই, সঙ্গে দলের হেড কোচও লাল কার্ডের জন্য থাকবেন না ডাগআউটে, জেনেও নিজেদের কোনওভাবেই আত্মতুষ্টি আসতে দিতে চান না মোলিনা। মনে করছেন না এটা তাদের অ্যাডভান্টেজ। বলছিলেন, “শেষ দুই ম্যাচের ফলের জন্য ওরা খুশি নয় স্বাভাবিক কিন্তু এটা নিয়ে ওরা নিশ্চই কাজ করেছে। এবং কোচ মাঠে না থাকলেও আমার মনে হয় ওরা হেড কোচের পরিকল্পনা অনুযায়ীই খেলবে। কোচ না থাকা এটা ওদের জন্য ভাল খবর নয় কিন্তু আমাদের জন্যও তাতে কোনও অ্যাডভান্টেজ নেই।”
শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে ১৪ দিনের ব্রেককে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। বলেন, “১৪ দিনের ব্রেকে আমি বিশেষ কিছু আলাদা করিনি। আমরা যা প্রতিদিন করি সেটাই রোজ করেছি ট্রেনিংয়ে। এটা ঠিক চোটের জন্য কেউ কেউ নেই, আবার তাদের জায়গায খেলার জন্য অনেকেই প্রস্তুত। থাপা আশা করছি খেলতে পারবে। আশিস, গ্রেগ খেলবে না। দীপেন্দু দলে আসতে পারে।” তবে এদিন প্রথম দলের সঙ্গেই অনুশীলন করলেন গ্রেগ। আশিসকে দেখা গেল মাঠের চারদিকে দৌঁড়তে।
তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন, দলের সাফল্যের জন্য যেটা ঠিক হবে দল গঠনে সেই সিদ্ধান্তই নেবেন তিনি। এক সঙ্গে সব তারকাকে যে নামিয়ে দেওয়া যায় না সেটাও বুঝিয়ে দিয়েছেন। বলেন, “আমি গত মরসুম নিয়ে কথা বলতে পারব না। আমি জানি দিমি গুরুত্বপূর্ণ প্লেযার ছিল তখনও, এখনও আছে। কামিন্স, দিমিসহ অনেক গ্রেট প্লেয়ার রয়েছে দলে। সবাই একসঙ্গে খেলতে পারে না। সেটা দলের জন্য ভাল নয়। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। দলের ভালর জন্য যেটা হবে আমাকে সেটাই করতে হবে।”
তিনি বলেন, ”আমি চাইব আমার সব প্লেয়ার তৈরি থাক খেলার জন্য কিন্তু কার্ড, চোট, নির্বাসন থাকবেই একটা মরসুমে। আর আমি এগুলো নিয়ে কোনও অজুহাত দিতে চাই না।
সব কোচ যা করে আমিও তাই করব। গ্রেগের না থাাকায় আমি চিন্তিত নই। ও থাকলে ভাল হত কিন্তু দিমি, কামিংসরা আছে।” তিনি বিদেশিদের পাশাপাশি ভরসা রাখছেন দলের দেশীয় ফুটবলারদের উপরও। ঘরের মাঠে কোনওভাবেই জয় হাতছাড়া করতে চাইবেন না তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার