Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলপ্লেয়ারদের পরিশ্রমের ফলই এই সাফল্য বলে মনে করছেন মোহনবাগান কোচ মোলিনা

প্লেয়ারদের পরিশ্রমের ফলই এই সাফল্য বলে মনে করছেন মোহনবাগান কোচ মোলিনা

অলস্পোর্ট ডেস্ক: পঞ্জাবের বিরুদ্ধে তিন গোলে জিতে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করায় খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনার বক্তব্য, শুধু ফুটবলাররা নন, দলের সবাই এই সাফল্যের কৃতিত্বের দাবিদার। দলের সবাই বলতে তিনি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ সকলকেই বোঝাতে চেয়েছেন। তাঁর মতে, মাঠে ও মাঠের বাইরে দলের প্রত্যেক সদস্যেরই এই সাফল্যে অবদান রয়েছে।

বুধবার ঘরের মাঠে টানা নবম ম্যাচ জিতে আইএসএল ইতিহাসে এফসি গোয়ার গড়া নজির ছোঁয় সবুজ-মেরুন বাহিনী এবং এ দিনের ৩-০ জয়ের ফলে চলতি আইএসএল প্লে অফে তাদের জায়গা পাকা হয়ে যায়। লিগ শিল্ড থেকে আর মাত্র সাত পয়েন্ট দূরে তারা।

এ দিন লিগের ২০ নম্বর ম্যাচে মোহনবাগানকে ১৪ নম্বর জয় এনে দিল অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের জোড়া গোল ও লিস্টন কোলাসোর গোল। প্রথমার্ধে পঞ্জাব এফসি মোহনবাগানের অ্যাটাকারদের কড়া পাহাড়ায় রাখলেও দ্বিতীয়ার্ধে স্প্যানিশ কোচ হোসে মোলিনার কৌশলের কাছে হার মানতে বাধ্য হয়। ৫৬ মিনিটের মাথায় অসাধারণ গোল করে লকগেট খোলেন ম্যাকলারেন। এর পর ৬৩ ও ৯০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান কোলাসো ও ম্যাকলারেন।

দলের সাফল্যের পথে এই প্রথম ধাপ নিয়ে কোচ মোলিনা বলেন, “খেলোয়াড়দের পরিশ্রম—সাফল্যের এটাই রহস্য। প্রত্যেকের পরিশ্রম—স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক— সবাই দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। আমাদের গোলপোস্ট রক্ষা করছে, ক্লিন শিট বজায় রাখছে। অন্য কোনও গোপন রহস্য নেই। এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল”।

২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন বাহিনী। লিগে চার ম্যাচ বাকি থাকতেই প্লে-অফে যোগ্যতা অর্জন করে ফেলল তারা। এ বার তাদের সামনে লিগ শিল্ড, যা আর সাত পয়েন্ট পেলেই জিতবে বাগান-বাহিনী। এই নিয়ে কোচ বলেন, “আমি ঠিক জানি না প্রতিদ্বন্দ্বী দলগুলো কত পয়েন্টে পৌঁছতে পারে, তবে নিশ্চয়ই তা ৪৬-এর বেশি। আমরা খুশি। আমরা সুবিধাজনক জায়গায় আছি। আমরা দেখব বাকি ম্যাচগুলোতে কী ঘটে। যা ঘটবে, তা ঘটবে। আমরা সব সময় নিজেদের এবং আমাদের ম্যাচগুলোর ওপরই মনোনিবেশ করি”।

তাঁর দলের ভূয়ষী প্রশংসা করে মোলিনা বলেন, “ভাল ও প্রতিভাবান খেলোয়াড় ছাড়া কোনও দলই কিছু করতে পারে না। একটি দুর্দান্ত দল গড়তে হলে প্রতিভাবান খেলোয়াড়দের প্রয়োজন। এমন খেলোয়াড়দের দরকার, যাদের ফুটবলের সব দিকেই দক্ষতা রয়েছে। কারণ, অনেক সময় মানুষ ভাবে, দক্ষতা মানেই শুধু বল দখলে রাখা, ভাল পাস দেওয়া, দুর্দান্ত গোল করা, ট্যাকল করা, ড্রিবলিং করা। এগুলো অবশ্যই দক্ষতা, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু ভালভাবে ডিফেন্স করা, প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে আগ্রাসী হওয়া, বক্সের ভিতর ভাল মার্কিং করা— এসবও দক্ষতা। আর আমার দলের খেলোয়াড়দের এই ধরনের দক্ষতা রয়েছে। আক্রমণে, রক্ষণে, ফুটবলের প্রতিটি বিভাগে তারা দক্ষ। আর এটাই আমার দল”।

এ দিন প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছাড়তে হয় দলের নির্ভরযোগ্য অ্যাটাকিং মিডফিল্ডার সহাল আব্দুল সামাদকে। তাঁর জায়গায় মাঠে নামেন অভিষেক সূর্যবংশী। দলের চোট-তালিকায় সম্ভবত ঢুকে পড়লেন সহাল। তাঁর চোট কতটা জানতে চাইলে স্প্যানিশ কোচ বলেন, “সহাল সম্পর্কে আমি ঠিক বলতে পারছি না সে কতদিন মাঠের বাইরে থাকবে। আর থাপা সম্পর্কে, আমি এখনই নিশ্চিত নই যে সে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকবে কিনা। আমরা ওকে প্রস্তুত করে তোলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমি জানি না সে খেলতে পারবে কিনা”।

গত চার ম্যাচে গোল না পাওয়ার পর এ দিন জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেমি ম্যাকলারেন। শেষ গোলে তাঁকে অ্যাসিস্ট করেন জেসন কামিংস। ভাল পারফরম্যান্স দেখান স্কটিশ মিডিও গ্রেগ স্টুয়ার্টও। দলের বিদেশী স্ট্রাইকারদের ছন্দে ফেরা নিয়ে মোলিনা বলেন, “ম্যাকলারেন দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। গ্রেগও দুর্দান্ত খেলেছে। জেসনও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আমি গোল নিয়ে চিন্তিত নই। কারণ, স্ট্রাইকাররা সুযোগ তৈরি করছে। আমি জানি, গোল আসবেই। ওদের খেলায় আমি খুশি। তারা যদি একইভাবে খেলে যেতে পারে, তা হলে আরও গোল করবে”।

(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments