অলস্পোর্ট ডেস্ক: আর মাত্র একটা ম্যাচ। তার ফলের উপরই ঝুলে রয়েছে মোহনবাগানের শিল্ড ভাগ্য। শিল্ড প্রায় হাতের মুঠোয় চলেই এসেছে, রবিবারের ম্যাচ জিতলে তা নিশ্চিত হয়ে যাবে। ৫২ পয়েন্টে পৌঁছে যাওয়া মোহনবাগান চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। তবে শনিবার এফসি গোয়া হেরে গেলেও শিল্ড মোহনবাগানের হয়ে যাবে, হিসেব এমনটাই বলছে। তবে কোনওভাবেই এই সব হিসেবে যেতে নারাজ মোহনবাগান। ২১ ম্যাচে ৪৯ পয়েন্টে রয়েছে সবুজ-মেরুন। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া ৪০ পয়েন্টে দাঁড়িয়ে। আর এতেই স্পষ্ট লিগ-শিল্ড মোহনবাগানের থেকে কেড়ে নেওয়া প্রায় অসম্ভব। আর সেই লক্ষ্যেই রবিবার সাত নম্বরে থাকা ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মোহনবাগান।
খেলতে নামার একদিন আগে মোহনবাগান কোচ হোসে মোলিনা তাও বলছেন, এই ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছিলেন, “সবাই জানে এই ম্যাচ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা আমরা জেতার চেষ্টা করব। সেখান থেকে তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।” তবে তাঁর দল যে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে না সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
মোলিনা বলছিলেন, “মাঠে নামার এটাই সেরা মুহূর্ত, ম্যাচ জেতাও শিল্ড জেতাও, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই, আমাদের ৯০ মিনিটের বেশি লড়াই করতে হবে, তবে আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী।” যতই সাতের সঙ্গে একের লড়াই হোক না কেনমোহনবাগান কোচ কোনওভাবেই এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না। সঙ্গে প্রতিপক্ষকেও সমীহ করছেন মোলিনা। বলছিলেন, “আমি তাদের সম্মান করি, ওরা খুব ভাল দল। আমি জানি ওড়িশার বিরুদ্ধে এই ম্যাচ জয় সহজ হবে না আমাদের জন্য।”
মোলিনার হাতে পরে মরসুমের শুরু থেকেই দাঁপিয়ে খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ডুরান্ড কাপ। তাই কোনওভাবেই আইএসএল-এ পয়েন্ট নষ্ট করতে নারাজ তিনি। গত মরসুমেও লিগ-শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান। তবে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হয়নি। এবার সেটাও বড় লক্ষ্য এই মোহনবাগানে সামনে। তাই এদিনের গোয়া বনাম কেরালার ম্যাচ নিয়ে মোটেও ভাবছেন না তিনি সেটা জানিয়েই দিয়েছিলেন।
মোলিনা বলছিলেন, “আজ গোয়া বনাম কেরালা ম্যাচে কী হবে তা নিয়ে আমি ভাবছি না। সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। আমি প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেক খেলোয়াড়কে সাহায্য করার চেষ্টা করছি। আর যে সাফল্য আসছে সেটা কঠোর পরিশ্রমের ফল, এটা সবার জানা। সব ফুটবলার সারা মরসুম ধরে এই পরিশ্রমটা করে সাফল্যের জন্য।”
তবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে আইসিএলে সব ম্যাচ কঠিন। তারা জিতছে মানে, সেটা সহজ এমন নয়। তাদের রীতিমতো লড়াই করেই জিততে হচ্ছে। মোলিনা বলেন, “প্রতিটি প্রতিপক্ষই কঠিন। আইএসএলে ম্যাচ জেতা এত সহজ নয়, আমরা শক্তিশালী দল হতে পারি, সেরা পারফরম্যান্স এবং সেরা দল হতে পারি, তবুও খেলা কঠিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার