Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএললিগশিল্ড জয়ের উৎসবের জন্য প্রস্তুত যুবভারতী, দিমিত্রিরা চাইছেন গোয়ার বিরুদ্ধে জিতেই ট্রফি...

লিগশিল্ড জয়ের উৎসবের জন্য প্রস্তুত যুবভারতী, দিমিত্রিরা চাইছেন গোয়ার বিরুদ্ধে জিতেই ট্রফি নিতে

সুচরিতা সেন চৌধুরী: সাফল্যের শিখরে রয়েছে দল। একটা সাফল্য ইতিমধ্যেই পাওয়া হয়ে গিয়েছে। পর পর দুই বছর লিগশিল্ড চ্যাম্পিয়ন। আর তারই উৎসবে মাততে চলেছে মোহনবাগান। শনিবার আইএসএল ২০২৪-২৫ লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। আর সেদিনই মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে লিগশিল্ড ট্রফি। আর তা ঘিরেই সাজ সাজ রব যুবভারতী স্টেডিয়াম জুড়ে। ক্লাবের তরফেও রয়েছে একগুচ্ছ পরিকল্পনা। সেই তালিকায় যেমন রয়েছে ক্লাবের সব বয়স ভিত্তিক দলের ফুটবলারদের জমায়েত তেমনই স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে দেওয়া হবে মোহনবাগানের প্ল্যাকার্ড। থাকবেন ভারতীয় ফুটবলের একাধিক কর্মকর্তা থেকে বড় নাম।

এদিন মোহনবাগানের লিগশিল্ড জয়ের মুহূর্তকে আলোকজ্জ্বল করে রাখতে আলোয় সেজে উঠবে স্টেডিয়ামে ঢোকার রাস্তা। স্বাভাবিকভাবেই সবুজ-মেরুন লাইটে মুড়ে ফেলা হবে স্টেডিয়াম চত্তর। গেট দিয়ে স্টেডিয়ামের ভিতর ঢুকলে খুলে যাব অন্য দিগন্ত। ভিতরটা পুরো মুড়ে ফেলা হচ্ছে “হোম অফ চ্যাম্পিয়ন” লেখা বোর্ডে। সবুজ-মেরুন ব্যাকগ্রাউন্ডে বড় বড় করে লেখা “হোম অফ চ্যাম্পিয়ন ২০২৪/২৫” পাশে রয়েছে ক্লাবের লোগো। এছাড়া শনিবার মাঠে উপস্থিত থাকবেন আইএসএল ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। তবে কারা থাকবেন তা নয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।

এই ম্যাচে যেহেতু খেলবেন না দলের অধিনায়ক শুভাশিস বোস, সে কারণে তিনি থাকবেন গ্যালারিতে। আর তাঁর সঙ্গে দলকে সমর্থন করতে গ্যালারি ভরাবে ক্লাবের বয়স ভিত্তিক দলের ফুটবলাররা। এবার মোহনবাগানের বয়স ভিত্তিক স্তরেও সাফল্য এসেছে। ক্লাবের তরফে বাজারে ৬২ হাজারের উপর টিকিট ছাড়া হয়েছে। এবং বিশ্বাস এই ম্যাচে ভরে যাবে যুবভারতীর গ্যালারি। অতীতে এমন নজির রয়েছে মোহনবাগানের। একটি দলের সমর্থকরাই ৬৫ হাজারের গ্যালারি ভরিয়ে দিতে পারে তার প্রমাণ গত মরসুমেই পাওয়া গিয়েছিল। এবারও লিগের শেষ ম্যাচে সেই দৃশ্যেরই অ্যাকশন রিপ্লে দেখা যাবে নিশ্চিত। শুক্রবার অনুশীলনেও ছিল সমর্থকদের ভিড়।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন লিগশিল্ড জয়ের অন্যতম নায়ক দিমিত্রি পেত্রাতোস। তিনি সব সময়ই সংবাদ মাধ্যমের সামনে কিছুটা ভাবলেশহীন অবিব্যক্তি নিয়েই হাজির হন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বড় বড় প্রশ্নের উত্তর ছোট ছোট করে দিয়ে গেলেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে গেলেন, দলের এই সাফল্য দলগত পারফর্মেন্স এবং তাদের নিরলস খাটনির ফল। তিনি বলেন, “সব থেকে বড় দিক হল আমাদের দলেঅনেক ভাল প্লেয়ার রয়েছে। ভাল মানুষ রয়েছে, যারা প্রচুর খাটতে পারে। আর এই ভাল অনুশীলনই সাফল্যের মল কারণ।”

তবে তাঁর এতদিন একই ক্লাবে টিকে যাওয়ার কারণও এদিন তিনি ব্যাখ্যা করেছেন, “আমাদের মধ্যে সম্পর্কের বাধন খুব পোক্ত। আমাদের সম্পর্ক খুব ভাল। এটা একটা কারণ আমার এখানে এখনও থেকে যাওয়ার।” তবে গত দুই বছরের মতো এই মরসুমটা অতটা ভাল যায়নি মোহনবাগান জনতার নয়নের মণি দিমির। নিন্দুকেরা যাই বলুক না কেন, এটা মানতে রাজি নন তিনি। বলছেন, “আমি যখন মাঠে নামি তখন নিজের সেরাটা দিতেই নামি। সেটা কখনও ভাল হয়, কখনও খারাপ। কিন্তু আমি সব সময় শিখি নিজের উন্নতি করার জন্য। আর আমি এই মরসুমে আমার পারফর্মেন্স নিয়ে খুশি। কারণ এটা দলগত পারফর্মেন্স, ব্যক্তিগত নয়।”

এর সঙ্গে তিনি জুড়ে দেন, “একজন ফুটবলার হিসেবে তোাকে কখনও কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। ভাল সময় উপভোগ করতে হবে, এবং খারাপ সময় থেকে শিখতে হবে। ফুটবল তো ফুটবলই, যখন মাঠে নামি তখন জয়ের জন্যই নামি।” তবে লিগশিল্ড জয়ের ম্যাচে তাঁর গোল যে তাঁর সেরা সেটাও জানাতে ভোলেননি তিনি। এ জানিয়ে দেন দলের ভিতরের সবার সঙ্গে সবার যে সুন্দর প্রতিযোগিতা রয়েছে সেটাও তাদের দলের বড় সাফল্যের কারণ।

এই ম্যাচে প্রথম দলে দেখা যেতে পারে দিমিত্রি পেত্রাতোসকে। যেহেতু জেমি ম্যাকলারেনকে এই ম্যাচে খেলাবেন না কোচ সেহেতু দিমির উপর ভরসা রাখতে পারেন কোচ। তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে স্টুয়ার্টকে। এছাড়া প্রথম দলে চার রক্ষণ হতে পারে আলড্রেড, রডরিগেজ, আশিক ও আশিস। মাঝ মাঠে দেখা যেতে পারে থাপা, আপুইয়া, লিস্টন, মনবীরকে। তবে খেলতে নামার আগে কোচের সিদ্ধান্তে যে বদল আসবে না তা কেউ বলতে পারে না। তাই এই ম্যাচ মোহনবাগানের জন্য উদযাপনের।। ফল যাই হোক উৎসব হচ্ছেই। আর সেটা জিতেই করতে মরিয়া পুরো মোহনবাগান শিবির।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments