অলস্পোর্ট ডেস্ক: ফুটবলার বাছার কাজ প্রায় শেষ। তৈরি মোহনবাগান সুপার জায়ান্টের মূল দলও। ২৯ জুলাই ক্লাবের বিশেষ ঐতিহাসিক দিন থেকেই অনুশীলনে নেমে পড়বে দল। তাঁর আগে নিজের তিন সাপোর্ট স্টাফকে বেছে নিলেন হোসে মোলিনা। তিনি এ বছর নতুন করে যোগ দিয়েছেন মোহনবাগানে। তিনি শহরে পৌঁছে যাবেন ২৮ জুলাই। তাঁর তিন সহকারি ইগর তাসেভেস্কি, ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ নিওন ও সের্জিও গার্সিয়া টোরিবাও।
মোলিনা নিজে স্পেনের। বিশ্বকাপ আর হওয়ার পাশাপাশি তিনি একজন সফল কোচও। গত বিশ্বকাপে স্পেন জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টরের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তাই তাঁর কোচিং স্টাফেও স্পেনের ছাপ। সহকারি কোচ ইগর সার্বিয়ান হলেও অনেকটাই সময় কেটেছে স্পেনে। ভিলারিয়ালের মতো ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। উয়েফা প্রো-লাইসেন্স করা ইগর নিজেও নামী ডিফেন্ডার হওয়ায় দলের রক্ষণকে সাহায্য করতে পারবেন।
অন্যদিকে গোলকিপার কোচ মার্টিনেজের ফুটবল জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে স্পেনে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বিশাল কাইথদের। এছাড়া যোগ দিচ্ছেন নতুন ফিজিও গার্সিয়া। তাঁর ঝুলিতে রয়েছে লা লিগায় ক্লাবে কাজ করার অভিজ্ঞতা। আর ভারতীয় সহকারি কোচের পদে ফিরছেন বাস্তব রায়। আপাতত তিনি কলকাতা লিগে মোহনবাগান দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
এছাড়া দলের সঙ্গে থাকছেন ডাক্তার নেলসন পিন্টো, দুই ফিজিও অভিনন্দন চট্টোপাধ্যায় ও কৌশিক ভুঁইয়া। ম্যানেজার অভিষেক ভট্টাচার্য। ২৯ জুলাই সকাল ন’টায় দল নিয়ে মোহনবাগান মাঠে নেমে পড়বেন মোলিনা। এদিন সকালেই শহরে পৌঁছে গিয়েছেন স্কটিশ ডিফেন্ডার টম আলড্রেড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার