Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলমোহনবাগানের সমর্থকরাই বিশ্বসেরা, বলছেন দিমিত্রি

মোহনবাগানের সমর্থকরাই বিশ্বসেরা, বলছেন দিমিত্রি

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগে গত কয়েকটি মরশুমে অসাধারণ ধারাবাহিকতার জন্য দিমিত্রিয়স পেট্রাটস মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের অন্যতম হয়ে উঠেছেন। এই অস্ট্রেলীয় ফুটবলার সবুজ-মেরুন বাহিনীর হয়ে আইএসএলের ৫২টি ম্যাচে ২৩টি গোল এবং ১৫টি অ্যাসিস্ট করেছেন। গত কয়েক মরশুমে কলকাতা ডার্বি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে গোলও করেছেন তিনি। আইএসএল ২০২২-২৩-এর ফাইনালে তাঁর করা দুটি গোলও নিশ্চয়ই মনে আছে সমর্থকদের।

মোহনবাগান সমর্থকদের মধ্যে ৩১ বছর বয়সী পেট্রাটসের জনপ্রিয়তা সীমাহীন। একই ভাবে সমর্থকদেরও খুবই ভালবাসেন অজি তারকা। তাঁর ধারণা, বিশ্বের সেরা ফুটবল সমর্থকদের কোনও ক্রমতালিকা তৈরি করা গেলে সবুজ-মেরুন সমর্থকেরা সেই তালিকায় অবশ্যই ওপরের দিকে থাকবে।

আইএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ‘ইন দ্য স্ট্যান্ডস’ অনুষ্ঠানে সুয়াশ উপাধ্যায়ের সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় তিনি এ কথা স্বীকারও করেছেন।

এই অনুষ্ঠানে দিমি বলেন, “পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে মাঠে নামার মুহূর্তে এক অসাধারণ অনুভূতি হয়। ভাল খেলে জিতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগায় সমর্থকেরা। আমরা এশিয়ার সবচেয়ে বড় ডার্বিতে খেলি এবং এ এক অসাধারণ অভিজ্ঞতা”। এই জনপ্রিয় শোয়ের নতুন সিজনের প্রথম পর্বে এই কথা বলতে শোনা যায় পেট্রাটসকে।

“বিদেশী ফুটবলাররা বলে, মোহনবাগান এসজি সমর্থকেরা বিশ্বের সেরা সমর্থখদের অন্যতম হতে পারে। ফুটবল নিয়ে তাদের উন্মাদনা এবং আমাদের প্রতি তাদের আবেগ ও ভালবাসার জন্য,” বলেছেন সকলের প্রিয় দিমি।

মোহনবাগানের সঙ্গে তাঁর সাম্প্রতিক চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও এই অনুষ্ঠানে কথা বলেছেন পেট্রাটস। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। এই প্রসঙ্গে তিনি বলেন, “চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজই ছিল। আমি অন্য কোনও দলের জন্য সই করতে চাইনি। আমি এখানেই থাকতে চেয়েছিলাম। এখানে আমি আমার সময়টা বেশ উপভোগ করেছি। ভারতে আসার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আমার ফুটবল উপভোগ করা এবং আমি তা নিশ্চিতভাবেই করেছি”।

শুধু যে দলের বিদেশী ফুটবলারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল, তা একেবারেই নয়। বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারের সঙ্গে দারুন সম্পর্ক গড়ে উঠেছে তাঁরা। তাঁদের প্রশংসাও শোনা যায় তারকা ফরোয়ার্ডের মুখে। কী বললেন? “মনবীর সিংকে আমরা ভারতের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে ডাকি। ও খুবই পরিশ্রমী ছেলে, খুব পেশাদার এবং নিয়মিত গোলও করে। প্রায় রোনাল্ডোর মতোই লম্বা ও। ওর কাছ থেকে আরও অনেক কিছু দেখা যাবে। আর অনিরুদ্ধ থাপা যেন মাঝমাঠে ছোটখাটো এক দৈত্য। ওর দক্ষতা রয়েছে, কঠোর পরিশ্রমও করে”, মন্তব্য করেন পেট্রাটস।

তাঁর সঙ্গে এই আকর্ষণীয় আড্ডা দেখতে ক্লিক করুন ওপরের লিঙ্কে। শুধু আড্ডা নয়, রয়েছে দুর্দান্ত এক চমকও। তাই অবশ্যই দেখুন ‘ইন দ্য স্ট্যান্ডস’-এর এই এপিসোড।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments