Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলএএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কঠিন গ্রুপে মোহনবাগান, প্রতিপক্ষ ইরান, তাজিকিস্তান

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কঠিন গ্রুপে মোহনবাগান, প্রতিপক্ষ ইরান, তাজিকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ মোহনবাগান সুপার জায়ান্টকে কাতারের আল-ওয়াকরাহ এসসি, ইরানের ট্রাক্টর এফসি এবং তাজিকিস্তানের এফসি রাভশন এর সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে গ্রুপবিন্যাস অনুষ্ঠানে সে রকমই জানা গেল।  

গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতে এএফসি-র এই দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুন বাহিনী। ২০২৩-২৪ এএফসি কাপের গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছিল মেরিনাররা এবং নকআউট পর্যায়ে যেতে ব্যর্থ হয়েছিল। এ বার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ। 

মোহনবাগান এসজি-র গ্রুপ প্রতিপক্ষ আল-ওয়াকরাহ এসসি ২০২৩-২৪ কাতার স্টারস লিগে চতুর্থ স্থান অর্জন করায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ যোগ্যতা অর্জন করেছে। ২০০১-০২ এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের পর এশীয় স্তরে এই প্রথম খেলছে কাতারের এই দল। 

ইরানের দল ট্রাক্টর এফসি ২০২৩-২৪ পার্সিয়ান গালফ প্রো লিগে চতুর্থ স্থানে থেকে যোগ্যতা অর্জন করেছে। তারা ২০২১ এবং ২০১৬ সালে দু’বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ১৬ দলের রাউন্ডে পৌঁছেছিল। এফসি রাভশন ২০২৩ তাজিকিস্তান হায়ার লিগে রানার্স-আপ হিসেবে তাদের স্থান নিশ্চিত করে। কুলবের এই দলটি এএফসি কাপে চারবার অংশগ্রহণ করেছে। কিন্তু কখনও গ্রুপ পর্যায় থেকে এগোতে পারেনি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ৩২টি ক্লাব রয়েছে, যাদের আটটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। চারটি পশ্চিমাঞ্চল ও চারটি পূর্বাঞ্চল থেকে। প্রতিটি গ্রুপে চারটি দল রয়েছে। গ্রুপ পর্যায়ের খেলাগুলি হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত, হোম-অ্যান্ড-অ্যাওয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল আগামী বছর ফেব্রুয়ারিতে ১৬ দলের রাউন্ডে যাবে। এর পরে মার্চে কোয়ার্টার ফাইনাল এবং এপ্রিলে সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ১৭ মে। 

পশ্চিমাঞ্চল থেকে ১২টি ও পূর্বাঞ্চল থেকে ১৫টি, মোট ২৭টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে এই লিগে। পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে আরও দুটি ও পূর্বাঞ্চল থেকে একটি দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের প্রাথমিক পর্বে হেরে এখানে যোগ দেবে। বুধবার যুবভারতীতে প্রাথমিক পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি-কে হারিয়ে পূর্বাঞ্চল থেকে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তুর্কমেনিস্তানের আলটিন আসির। আল কুয়েত অপর জায়গাটি দখল করেছে বাহরিনের আল আহলিকে হারিয়ে। ইস্টবেঙ্গল এফসি ২০২৪-২৫ মরশুমের এএফসি চ্যালেঞ্জ লিগ (তৃতীয় স্তর) গ্রুপ পর্যায়ে অংশ নেবে, যার ড্র অনুষ্ঠিত হবে ২২ অগাস্ট।

(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments