Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএল১০ জনের প্রতিপক্ষের কাছে নিশ্চিত জয় রেখে এল মোহনবাগান, ড্র করে আশা...

১০ জনের প্রতিপক্ষের কাছে নিশ্চিত জয় রেখে এল মোহনবাগান, ড্র করে আশা জিইয়ে থাকল মুম্বইয়ের

অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ মানেই একটা টান টান উত্তেজনা। প্রথম থেকেই এই দুই দলের মধ্যের এই ফুটবল মাঠের শত্রুতা কীভাবে যেন তৈরি হয়ে গিয়েছিল। তাই যখনই এই দুই দল মুখোমুখি হয় তখন গ্যালারিও তেতে থাকে ততটাই। শনিবার অ্যাওয়ে ম্যাচে তাই মুম্বইয়ের মাঠে সমানে সমানে উড়ল মোহনবাগানের পতাকা। আর সমর্থকদের এই আবেগের দাম দিল দল প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়ে। কিন্তু ২-০ গোলে এগিয়ে যাওয়া একটা দল ১০ জনে হয়ে যাওয়া প্রতিপক্ষকে ৩০+৬ মিনিট সময় পেয়েও গোলের ব্যবধান তো বাড়াতে পারলই না বরং মুম্বই সমতায় ফিরে এল। ১০ জনের মুম্বই অনেক বেশি বেগ দিল মোহনবাগানকে। ছ’টি হলুদ কার্ড, একটি লাল কার্ড, চার গোলসহ আবারও ঘটনাবহুল থেকে গেল মুম্বই-মোহনবাগান ম্যাচ।

লিগশিল্ড জয়ের ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে অসাধারণ গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। এদিন তাই তাঁকে শুরু থেকে জেমি ম্যাকলারেনের সঙ্গে নামিয়ে দিয়ে তাঁর পুরস্কার দিলেন কোচ হোসে মোলিনা। আর শুরুতেই সেই ভরসার মান রাখলেন দিমি। তাঁর ফর্ম যে চিরকালের মতো চলে যায়নি সেটা প্রমা করে দিলেন তিনি। সাময়িক ব্যর্থতা তাঁকে কিছুটা ধাক্কা দিয়েছিল ঠিকই কিন্তু একটা গোলই যে যথেষ্ট ছিল তাঁকে ফিরিয়ে আনার জন্য সেটা তিনি নিজেই জানতেন। আর সেটাই হল। পর পর দুই ম্যাচে গোল লিখে নিলেন নিজের নামের পাশে।

এদিন অবশ্য গোলের খাতাটা খুলে দিয়েছিলেন ম্যাকলারেনই। প্রথম আধঘণ্টা ছিল একে অপরকে মেপে নেওয়ার। আর সুযোগের অপেক্ষা করার। কারণ মোহনবাগান কোনওভাবেই এই ম্যাচ হারতে চায়নি। কারণ প্রতিপক্ষটা মুম্বই। ৩২ মিনিটে মাঝমাঠ থেকে পাস বাড়িয়েছিলেন আলড্রেড। সেই বলই উড়িয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন প্রতিপক্ষের প্লেয়ার। কিন্তু তাঁর মিস পাস গিয়ে পড়ে ম্যাকলারেনের পায়ে। বক্সের বাইরে থেকে চলতি বলেই ম্যাকলারেনের শট চলে যায় গোলে। কিছুই করার ছিল না মুম্বই গোলকিপারের লাচেনপা। এর পর আর ব্যবধান বাড়াতে বেশি সময় লাগেনি। ৪১ মিনিটে বাঁদিক থেকে লিস্টনের শট কোনও রকমে বাঁচিয়ে দিয়েছিলেন মুম্বই গোলকিপার। কিন্তু তিনি তা দখলে রাখতে পারেননি। সেই বল পেয়ে যান দিমিত্রি। চলতি বলেই তাঁর শট চলে যায় গোলে।

প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে শেষ করলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে মোহনবাগান। ৫৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে থেকে শট বাঁচিয়ে হেড করে বাঁচাতে গিয়েছিলেন আলড্রেড। কিন্তু সেই বল ছিটকে আসে জন তোরালের কাছে। তা গোলে ঠেলতে ভুল করেননি তিনি। ব্যবধান কমানোর দুই মিনিটের মধ্যেই বড় ধাক্কা খেল মুম্বই সিটি এফসি। শুভাশিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হল মুম্বইয়ের বিক্রম প্রতাম সিংকে। যদিও। এই লাল কার্ড নিয়ে বিতর্ক থাকতেই পারে।

১০ জনে হয়ে গিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করল মুম্বই। ব্যস্ত থাকতে হল বিশাালকে। এদিকে এই ম্যাচে আরও একটি হলুদ কার্ড দেখে পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস। লাল কার্ডের ভয়ে তাঁকে তড়িঘড়ি তুলে নিলেন কোচ। কিন্তু শেষরক্ষা হল না মোহনবাগানের। ১০ জনের মুম্বইও গোল দিয়ে গেল মোহনবাগানকে। ৮৯ মিনিটে আবারও সেটপিস থেকে গোল হজম করতে হল বাগানকে। এবার গোলের কারিগর নাথান রডরিগেজ। দু’বাই আরও বেশি তৎপরতা দরকার ছিল বিশালের তরফে। দ্বিতীয় গোলের সময় ছ’গজ বক্সের মধ্যে দর্শকের ভূমিকায় দেখা গেল মনবীর সিংকে। যার ফল ২-২ গোলে ড্র করে মুম্বই থেকে ফিরছে লিগ শিল্ড জয়ীরা।

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে নিজের জায়গা ধরে রাখল মোহনবাগান। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল মুম্বই সিটিএফসি।

মোহনবাগান: বিশাল কাইথ, শুভাশিস বোস (আশিক কুরুনিয়ান), দীপেন্দু বিশ্বাস, টম আলড্রেড, সৌরভ ভানওয়াল (আশিস রাই), দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী (অনিরুদ্ধ থাপা), লিস্টন কোলাসো, মহেশ সিং, দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যালারেন (গ্রেগ স্টুয়ার্ট)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments